“Common Tips to Minimizing Cancellations & Poor Reviews”

Fiverr Tips & Tricks (From Top Rated Sellers)

 

Common Tips to Minimizing Cancellations and Poor Reviews

Cancellations and negative feedback hurt in more ways than one. Not only can they affect your seller rating, hurting your potential for new sales in the process, but they can also affect your psyche. When someone cancels an order or leaves negative feedback, it can give you a feeling of confusion and frustration. This may lead to impulsive actions that can make matters worse. For example, you may decide to message the buyer and demand a new review, or worse, report them to customer service out of spite. Instead of taking a look at why you received the cancellation or bad review in the first place, actions such as these only compound the problem. But what if you never had to experience any of this? What if you could minimize your cancellations and poor reviews, if not eliminate them completely?

Let’s be clear. Cancellations and bad reviews happen and it is not always the buyer’s fault. Life happens, projects change, budgets get adjusted, and acts of nature occur. All of these can lead to you or the buyer cancelling. They can also lead to you not delivering what you know you can or not delivering at all, which is an automatic negative review. With that in mind, let’s focus on five actions you can take to minimize cancellations, and poor reviews:

 

 

The Common Thread

Maybe you’ve read the Fiverr forum or browsed the Fiverr blog. If you have, then you’ve probably heard some of the same advice repeated again and again, which is why I have clumped it under one subheading. It is important to constantly remind ourselves of the basics that make up a great Gig, because they work and they help prevent potential cancellations or negative reviews.

– Have a clear title that says what you do (e.g Write 500 words of SEO content)

– Be clear and concise in your Gig description and packages, leaving no doubt related to what you offer and for what price.

– Make your deadlines realistic so that you avoid delivering late, which triggers a message to the buyer to cancel if they do not hear from you in twenty-four hours.

– Have a video or Gig image that clearly states what you offer.

– Research what successful sellers are doing to learn how to best structure your Gig.

– Ensure your grammar is impeccable so as not to turn off potential buyers.

– Seek mentorship from an experienced buyer or through the forums.

 

You may notice a common thread in these suggestions: be clear! This cannot be stated enough. The clearer you are in these areas of your Gig, the less likely a buyer is to order something you do not offer out of confusion. And if they do, you can easily point them back to your clearly written Gig description and packages.

 

 

Be Honest with Yourself

You can be tempted on Fiverr to create a Gig in an area of focus that you see sellers with hundreds if not thousands of sales in. In fact, with online software, a lot of services are easier than ever to provide. Be honest with yourself about your intentions and what you are truly skilled at. Choosing to get in the game because it looks lucrative is a slippery slope. You may wind up in situations where you accept something you cannot do, which means a cancellation and poor review from an unhappy buyer.

In order to be successful on this platform and prevent that two or three star review, create Gigs in areas you are well versed in. There are so many opportunities to be creative on Fiverr. Even a skill you think people may not value may wind up being your best Gig. Honesty is the best policy.

 

 

Keep It Simple

Don’t take this as a way of saying you should dumb your Gig down. That would be disrespectful to the intelligence of your buyer. What I mean here is that when you communicate about the project at hand, keep things simple so that you avoid confusion. For example, you may be writing a blog post for a client with SEO optimization, link injection, competitor research, and attention to detail. This all sounds great, but what does it really mean? To you it may make perfect sense; however, the buyer may interpret the terms very differently. A buyer may take SEO optimization to mean that you do keyword research, which you may not offer. Instead, keep your wording simple and explanatory. Instead of saying SEO optimization, you may say that you use formatting like bullet points and headings to help the content potentially show up in search results. This is simple and easy to understand. Likewise, you may choose to say that you place links in the content to point to resources that back up your research as opposed to link injection. By stating what you offer in the simplest terms, you avoid any confusion that can lead to a buyer wondering if they purchased what they thought they were supposed to get. This helps prevent a cancellation or that three-star review, which leads us to our next point.

 

 

Never Assume

You may have heard the saying that when you assume, you make an a** out of you and me. There is some truth to this saying. Never assume the client understands what you consider a given. Never assume the client is okay with you taking creative liberties or going off script. Never assume the client will not mind if you deliver fifty words less than promised. If you are not sure the client will approve, simply ask them. It is better to clarify up front than to assume and get it wrong.

 

 

Just Say No

You are a web designer, but why not accept a job asking you to do a party flyer. After all, you are creative and great at designing, even though you know nothing about the industry that the flyer is for. But you think it will bring in a quick $15 if you do it. No harm, no foul, right? Wrong! It would be unwise to accept this project as it is out of your realm of knowledge. Avoid landing an unhappy buyer upon delivery by saying no to those quick projects you think you can probably pull off because your skills are transferable.

This also goes for applying to buyer requests. Never apply to a buyer request to chase money. Applying to buyer requests that are not in your category leads you down the same trodden path.

With the above tips, you can avoid those feelings of frustration or confusion if you receive a request for cancellation or poor review, and work to continue to build communication within the incredible community that Fiverr has.

English grammar

ভূমিকা

ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। সুতরাং এ ভাষা শেখার সময় কিছু কথা মনে রাখতে হবে।
(১)সর্ব প্রথম আপনাকে মনে রাখতে হবে ইংরেজি আমাদের দেশের ভাষা নয়। এটাকে বলা হয় Queen of Languages! সুতরাং Ornamental way বা অলংকারিক ভাবে তা বলতে ও লিখতে হবে। অর্থাৎ উচ্চারণবিদদের দিকে নজর দিতে হবে বা বিদেশীদের মত উচ্চারণ করতে হবে।
(২)সে জন্যে আপনাকে শুরু করতে হবে Alphabet দিয়ে।
(৩)অ থেকে ত পর্যন্ত যেভাবে উচ্চারণ করার নিয়ম লেখা হয়েছে সেভাবে অভ্যাস করতে হবে।
(৪)প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Practice makes a man parfect’
(৫)English Grammar এবং Conversation বা কথোপকথন একই সঙ্গে চালিয়ে যেতে হবে।
(৬)Self Assessment এর জন্য বইয়ের মাঝে মাঝে কিছু test এ অংশ গ্রহণ করতে হবে।
(৭)লিখিত test এর সঙ্গে Conversation test এর ব্যবস্থাও রাখতে হবে Self arrangement এর মাধ্যমে।
উপরে উল্লেখিত নির্দেশমত প্রচেষ্টা চালিয়ে গেলে নিঃসন্দেহে আপনি বা আপনারা সাফল্যের চরম শিখরে পৌছে যাবেন।

Alphabet (অ্যালফাবেট) বর্ণমালা – English Pronunciation
Alphabet বলতে ইংরেজীর ২৬ টি বর্ণমালাকে বুঝায়। Pronunciation of Alphabet ( প্রোনানসিয়েশন অফ্ অ্যালফাবেট) বর্ণের উচ্চারণ :
A (এ) = যদিও অ (এ) উচ্চারণ করা হয় তবে ‘A book’ ‘a cat’ এ ধরনের Word I Sentence এর সময় এর উচ্চারণ হয় ‘আ’ যা গলার ভিতর থেকে আসে এবং উচ্চারণের সময় মখু গহ্বর ফাঁক হবে।
B (বি) = বি উচ্চারণ একটু জোরে হবে এবং জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।
C (সি) = সি উচ্চারণের সময় প্রায় দাঁত বন্ধ থাকবে এবং জিহ্বার শেষ প্রান্ত থেকে উচ্চারিত হবে।
D (ডি) = এটা Hard Sound বেশ জোরে উচ্চারিত হবে।
E (ই) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
F (এফ) = জিহ্বার আগা থেকে উচ্চারিত হবে।
G (জি) = দাঁত বন্ধ থাকবে কিন্তু গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে।
H (এইচ) = এটা জোরে উচ্চারিত হবে। জিহ্বার আগা সামান্য উল্টিয়ে যাবে।
I (আই) = গলার ভিতর থেকে আসবে।
J (জে) = জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হবে।
K (কে) = ‘কে’ এবং ‘খে’ এর মাঝামাঝি যে উচ্চারণ সেভাবে উচ্চারিত হবে। এটাও Hard Sound
L (এল) = জিহ্বা উপরের তালুতে ঠেকবে।
M (এম) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
N (এন) = জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
O (ও) = ঠোঁট থেকে উচ্চারিত হবে।
P (পি) = ঠোঁট থেকে উচ্চারিত হবে।
Q (কিউ) = জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
R (আর) = জিহ্বা উল্টিয়ে একেবারে উপরের তালুর সাথে ঠেকবে।
S (এস) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
T (টি) = ‘টি’ ও ‘ঠি’ এর মধ্যের মাঝামাঝি উচ্চারণ।
U (ইউ) = জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে।
V (ভি) = ‘ভি’ ও ‘বি’ এর মাঝামাঝি উচ্চারণ।
W (ডব্লিউ) = ডবল ইউ উচ্চারিত হবে। জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে।
X (এক্স) = জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।
Y (ওয়াই) = মুখ ভরে উচ্চারণ করতে হবে।
Z (জেড) = এটাও Hard Sound বেশ জোরে উচ্চারিত হবে।
যদিও Alphabet সম্মন্ধে মোটামুটি প্রত্যেকেরই জ্ঞান আছে তথাপি যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উচ্চারণ করা না হলে বা Practice না করলে Perfect উচ্চারণ আসবে না। সুতরাং নির্দেশিত উপায়ে Practice করুন সঙ্গে পড়া ও চালিয়ে যান।

Unit 02 – সংক্ষিপ্ত শব্দ (Shortened words)
আধুনিক যুগে বেশ কিছু ইংরেজী শব্দ বলার সময় Shortened এ বলা হয় যা শ্রুতিমধুর এবং যুগোপযোগী।
Long form Short form
I am I’m
(আই এ্যাম) (আয়ম)
I am not I’m not
(আই এ্যাম নট) (আয়ম নট)
He is He’s
(হি ইজ) (হি’জ)
He is not He isn’t / he’s not
(হি ইজ নট্) (হি ইজেন্ট/ হি’জ নট্)
It is It’s
(ইট ইজ) (ইট্স)
It is not It isn’t / It’s not
(ইট ইজ নট) (ইট ইজেন্ট/ ইট্স নট)
You are You’re
(ইউ আর) (ইওর)
You are not You aren’t / You’re not
(ইউ আর নট) (ইউ আরেন্ট/ ইওর নট)
We are We’re
(উই আর) (উয়ের)
We are not We aren’t / We’re not
(উই আর নট) (উই আরেন্ট / উয়ের নট)
I have I’ve
(আই হ্যাভ) (আইভ)
I have not I haven’t / I’ve not
(আই হ্যাভ নট) (আই হ্যাভেন্ট / আইভ নট)
They have They’ve
(দেই হ্যাভ) (দেইভ)
They have not They haven’t / They’ve not
(দেই হ্যাভ নট) (দেই হ্যাভেন্ট / দেইভ নট)
I had I’d
(আই হ্যাড) (আইড)
I had not I hadn’t
(আই হ্যাড নট) (আই হ্যাডেন্ট)
I would I’d
(আই উড্) (আইড)
I would not I wouldn’t / I’d not
(আই উড্ নট) (আই উডেন্ট / আইড নট)
He does He doesn’t
(হি ডাজ) (হি ডাজেন্ট)
I did I didn’t
(আই ডিড) (আই ডিডেন্ট)
I can not I can’t
(আই ক্যান নট) (আই ক্যান্ট)
I could not I couldn’t
(আই কুড্ নট) (আই কুডন্ট)
I shall not I shan’t
(আই শ্যাল নট) (আই শ্যান্ট)
I will I’ll
(আই উইল) (আয়ল)
I will not I won’t
(আই উইল নট) (আই ওনট)
He will He’ll
(হি উইল) (হিওল)
He will not He’ll not / He won’t
(হি উইল নট) (হিওল নট / হি ওন্ট)
এবার বাক্যে (sentence) এসব সংক্ষিপ্ত (short) শব্দের কিছু ব্যবহার দেখানো হল।
১. আমি এটি করিনি
I did not do it I didn’t do it
(আই ডিড নট ডু ইট) (আই ডিডেন্ট ডু ইট)
২. আমি এটি পেতে চাই
I would like to have this I’d like to have this
(আই উড লাইক টু হ্যাভ দিস) (আইড লাইক টু হ্যাভ দিস)
৩. সে আসবে না
He will not come He’ll not come
(হি উইল নট কাম) (হি’ল নট কাম)
He won’t come
(হি ওন্ট কাম)
৪. বৃষ্টি হচ্ছে
It is raining It’s raining
(ইট ইজ রেইনিং) (ইট’স রেইনিং)
৫. আমি একজন শিক্ষক
I am a teacher I’m a teacher
(আই অ্যাম আ টিচার) (আয়ম আ টিচার)
৬. তুমি কাজটি করছ না
You are not doing the work You aren’t doing the work
(ইউ আর নট ডুয়িং দ্য ওয়ার্ক) (ইউ আরেন্ট ডুয়িং দ্য ওয়ার্ক)
You’re not doing the work
(ইওর নট ডুয়িং দ্য ওয়ার্ক)
আমি ঢাকায় যাব
I will go to Dhaka I’ll go to Dhaka
(আই উইল গো টু ঢাকা) (আয়ল গো টু ঢাকা)
৭. তুমি আমার সাথে আসবা
You will come with me you’ll come with me
(ইউ উইল কাম উইথ মি) (ইওল কাম উইথ মি)
৮. আমি এটা করতে পারি না
I can not do this I can’t do this
(আই ক্যান নট ডু দিস) (আই ক্যান্ট ডু দিস)
৯. সে আম পছন্দ করে না
He does not like mango He doesn’t like mango
(হি ডাজ নট লাইক ম্যাংগো) হি ডাজেন্ট লাইক ম্যাংগো)
অনুশীলনী (exercise)

এবার এগুলো Short করুন-
I am ….
They are
She is
He is
You are
They are
I have
You have
I will not
She would not
You are not
He is not
That is
They have
He does not
She does not
I will ….
They will
You will
I would
It is not
It is
Ishall….
I can not

এবার sentence গুলো যথাযোগ্য শব্দ দ্বারা পূর্ণ করুন (isn’t, aren’t, i’ll, he’ll ইত্যাদি দিয়ে)
1. The weather (not) nice.
2. They boys (not) hungry.
3. (I) going to Calcutta.
4. (they) playing Football.
5. (it) a beautiful morning.
6. (I) a doctor.
7. (she) hungry.
8. They (not) swimming.
9. (They) playing.
10. (I) like that.

Unit 03 – Conversation (কথোপকথন)
ইংরেজী কথোপকথনের দক্ষতা বৃদ্ধির জন্য একটি ছোট ধরণের কথোপকথন দ্বারা শুরু করা যাক- কারো সঙ্গে দেখা হলে তার সঙ্গে যে ভাবে কথা শুরু করবেন। মনে করুন কোন বন্ধুর সঙ্গে অনেকদিন পর কোন দোকানে দেখা হল ……
১ম বন্ধু : Oh you! How are you ? (ও ইউ! হাউ আর ইউ?)
আরে তুমি! কেমন আছ?
২য় বন্ধু : I am fine and you? (আই অ্যাম ফাইন এ্যান্ড ইউ?)
আমি ভাল আছি আর তুমি?
১ম বন্ধু : Me too. It has been so long. (মি টু। ইট হ্যাজ বিন সো লং)
আমিও। কত দিন পর দেখা।
২য় বন্ধু : Yes! It has really been very long since we last met.
(ইয়েস! ইট হ্যাজ রিয়েলী বিন ভেরী লং সিন্স উই লাষ্ট মেট)
হ্যা! সত্যিই অনেকদিন পর দেখা শেষ দেখা হওয়ার পর।
১ম বন্ধু : What are you doing now a days? (হোয়াট আর ইউ ডুইং নাউ আ ডেইস?)
আজকাল কি করছ?
২য় বন্ধু : You know I had some business; doing the same. (ইউ নো, আই হ্যাড সাম বিজনেছ, ডুইং দ্যা সেম)
তুমি জানো, আমার কিছু ব্যবসা ছিল, সেটাই করছি।
What about you? (হোয়াট অ্যাবাউট ইউ?)
তুমি কি করছ?
১ম বন্ধু : The same job I had been doing for three years. (দ্যা সেম জব অ্যাই হ্যাভ বিন ডুইং ফর থ্রি ইয়ারস)
ঐ একই চাকুরী, যা তিন বৎসর থেকে করছিলাম।
২য় বন্ধু : What are you doing here? Are you buying anything? Let’s sit somewhere. (হোয়াট আর ইউ ডুইং? আর ইউ বায়িং এ্যানি থিং? লেটস সিট সামহোয়ার)
তুমি এখানে কি করছ? কিছু কি কিনছো? চল কোথাও বসা যাক।
১ম বন্ধু : I was thinking of buying some dresses. But I ran short of money. (আই ওয়াজ থিংকিং অফ বায়িং সাম ড্রেসেস। বাট আই রান শর্ট অফ মানি।)
আমি ভাবছিলাম যে কিছু ড্রেস কিনব। কিন্তু আমার টাকা কম পড়ছে।
২য় বন্ধু : By how much money are you short? (বাই হাউ মাচ মানি আর ইউ শর্ট?)
তোমার কত টাকা কম পড়েছে?
১ম বন্ধু: I am short by 100 taka.
(আই এ্যাম সর্ট বাই হানড্রেড টাকা)
আমার ১০০ টাকা কম পড়েছে।
২য় বন্ধু : I know you are fond of fashionable clothes. (আই নো ইউ আর ফন্ড অব ফ্যাশন্যাবল ক্লথজ)
আমি জানি তুমি কেতাদুরস্ত পোশাক ভালবাস।
So take it. I shall give you the money. (সো টেক ইট। অ্যাই শ্যাল গিভ ইউ দ্য মানি)
সুতরাং নিয়ে নাও। আমি তোমাকে টাকাটা দিয়ে দিব।
১ম বন্ধু : Thank you very much. Father will be at home tomorrow. Please come to meet him. He will be very pleased. (থ্যাঙ্ক ইউ ভেরী মাচ। ফাদার উইল বি এ্যাট হোম টুমরো। পিজ কাম টু মিট হিম। হি
উইল বি ভেরী প্লিজড)
তোমাকে অনেক ধন্যবাদ। বাবা কালকে বাড়িতে থাকবেন। তার সঙ্গে দেখা করতে আসবা কিন্তু। তিনি খুব খুশি হবেন।
২য় বন্ধু : Oh sure! But not tomorrow, I won’t be able to come tomorrow. I will be busy.
(ওহ সিওর! বাট নট টুমরো। অ্যাই ওনট বি এ্যাবল টু কাম টুমরো। আই উইল বি
বিজি)
ও অবশ্যই! কিন্তু কালকে নয়। কালকে আমার পক্ষে সম্ভব হবে না। আমি ব্যস্ত থাকবো।
১ম বন্ধু: Ok. some other day perhaps. Please give my regards to your father.(ওকে। সাম আদার ডে পারহ্যাপ্স পিজ গিভ মাই রিগারডস্ টু ইওর ফাদার)
ঠিক আছে অন্য একদিন তাহলে। তোমার বাবাকে আমার ছালাম জানাবে।
২য় বন্ধু : Bye, see you again (বাই সি ইউ এগেইন) বিদায়। আবার দেখা হবে।
In a sari store (শাড়ির দোকানে):
ঘরের বাহিরে পা ফেললেই বিশেষ করে বিদেশে যা খুব বেশি দরকার লাগে তা হল কেনাকাটা (Shopping). সুতরাং প্রথমেই আলোচনা করা যাক দোকানদার (Shopkeeper) এর সাথে খরিদ্দার (Customer) এর কথোপকথন কি ধরনের হতে পারে।
Customer: Could you please show me some saris?
(কুড ইউ পিজ শো মি সাম শাড়িশ?)
দয়া করে কিছু শাড়ি দেখাতে পারবেন?
Shopkeeper: Oh Sure! Here are some beautiful saris.
(ওহ শিওর! হেয়ার আর সাম বিউটিফুল শাড়িশ)
হ্যা অবশ্যই! এই যে কতগুলো সুন্দর শাড়ি।
Customer: No, not these type. Show me some new fashions.
(নো, নট দিজ টাইপ। শো মি সাম নিউ ফ্যাশনজ)
না,এই ধরনের নয়। আমাকে কিছু নতুন ধরনের দেখান।
Shopkeeper: These are all new fashions. Please tell me which kind you prefer.
দিজ আর অল নিউ ফ্যাশনজ। পিজ টেল মি হুইচ কাইন্ড ইউ প্রেফার।)
এগুলো সবই নতুন ধরনের। দয়া করে বলুন আপনি কি ধরনের চান?
Customer: Nice colour with simple print and small border.
নইস কালার উইথ সিমপল্ প্রিন্ট এ্যান্ড স্মল বরডার
সুন্দর রং সহ সাধারণ নকশা আর ছোটপাড়।
Shopkeeper: Okay, I’ll show you. Maybe you will like these.
(ওকে, আই উইল শো ইউ। মেইবি ইউ উইল লাইক দিজ)
ঠিক আছে আমি আপনাকে দেখাব।মনে হয় আপনার এগুলো পছন্দ হবে।
(ওকে, আই উইল শো ইউ। মেইবি ইউ উইল লাইক দিজ)
ঠিক আছে আমি আপনাকে দেখাব।মনে হয় আপনার এগুলো পছন্দ হবে।
Customer: Yes, I like these. But it’d be better if it was green.
(ইয়েজ, আই লাইক দিজ। বাট ইটড বি বেটার ইফ ইট ওয়াজ গ্রিন।)
হ্যা, আমার এগুলো পছন্দ হয়েছে। কিন্তু এটা সবুজ হলে ভাল হত।
Shopkeeper: And? (এ্যান্ড?) আর?
Customer: Yes, border a little bigger, again do you have silver ordered ones?
(ইয়েজ, বরডার এ লিটল বিগার, এগেইন ডু ইউ হ্যাভ সিলভার বরডার্ড ওয়ানস্?
হ্যা, পাড়টা আর একটু বড় আর আপনার কাছে রুপালী পাড় ওয়ালা হবে?
This is good, but do it have blackish green?
(দিস ইজ গুড। বাট ডু ইউ হ্যাভ বাকিশ গ্রিন?)
এটা ভালই। কিন্তু কালচে সবুজ হবে?
Shopkeeper: No, I’m sorry I don’t have. (নো, আয়ম সরি। আই ডোন্ট হ্যাভ)
না। আমি দুঃখিত আমার কাছে নেই।
Customer: All right, I’ll take this. (অল রাইট, আয়ল টেক দিস)
ঠিক আছে, আমি এটাই নিচ্ছি।

Unit 04 – বাক্য (Sentence)
ইংরেজীতে কথোপকথনরে জন্য Sentence সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। Sentence সম্পর্কে সম্যক ধারনা থাকলে কথোপকথন সহজ হবে। একাধিক শব্দ বা ড়িৎফ একত্রে বসে যদি মনের একটি ভাব পুরাপুরি প্রকাশ করে তবে তাকে ঝবহঃবহপব বা বাক্য বলে। (A sentence is a set of words which gives a complete sense) অর্থভেদে Sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।

Assertive sentence (এ্যাসারটিভ সেনটেনস্)
Assertive sentence নিয়ে প্রথমে আলোচনা করা যাক। যে sentence এ কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে। অর্থাৎ সাধারণভাবে যে সব কথাবার্তা বলা হয় তা Assertive sentence এর অন্তর্গত।

Assertive sentence আবার দুই প্রকার: Affirmative sentence (হ্যাঁ বোধক) I negative (না বোধক)। কয়েকটি Assertive sentence অর্থ সহ দেওয়া হলো।
কিছু Assertive sentence – Affirmative (হা- বোধক)
১. সময় নষ্ট করা দু:খের ব্যাপার To waste time is a pity (টু ওয়েষ্ট টাইম ইজ আ পিটি)
২. আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা My aim is to help you (মাই এইম ইজ্ টু হেল্প ইউ)
৩. আমি এটা ভেবে দেখব I’ll think about it.(আয়ল থিংক অ্যাবাউট ইট)
৪. সে নিশ্চিত যে কাজটা ঠিক হবে He is certain that the work will be right..(হি ইজ সারটেইন দ্যাট ওয়ার্ক উইল বি রাইট)
৫. তোমার এটা করা উচিত You shouldn’t do this.(ইউ সুডন্ট ডু দিজ)
৬. আমি তাকে বিশ্বাস করি I believe him (আই বিলিভ হিম)
৭. শীঘ্রই নয়টা বাজবে It’ll soon be nine (ইটল সুন বি নাইন)
৮. আমি আমার সাথে আমার বইটি এনেছি I bought my book with me (আই বট মাই বুক উইথ মি)
৯. আজ বাহিরে যাবো I will go out today. (আই উইল গো আউট টুডেই)
১০. এই দোকানিটি আমার একজন পুরানো বন্ধু This shopkeeper is an old friend of mine. (দিস শপকিপার ইজ এ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন)
১১. আমার মনে হয় আমার সেখানে যাওয়া উচিত I think I should go there
(আই থিংক আই সুড গো দেয়ার)
১২. সে ভাল গান গেতে পারে She can sing well (শি ক্যান সিং ওয়েল)
৮. মেয়েটি খুব বুদ্ধিমান The girl is very intelligent(দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট)
৯. আমি ভাত খেতে পছন্দ করি I like to eat rice (আই লাইক টু ইট রাইস)
১০. আমার চা খাওয়ার অভ্যাস আছে I have a habit of drinking tea (আই হ্যাভ এ হ্যাবিট অফ ড্রিংকিং টি)
১২. আমি তোমাকে সাঁতার শিখাতে পারব I can teach you how to swim (আই ক্যান টিচ ইউ হাউ টু সুইম)
১৩. সে নাচতে জানে She knows how to dance (শি নোজ হাউ টু ড্যান্স)
১৫. চল, দোকানটিতে যাই Come, let’s go to the shop (কাম লেটস্ গো টু দ্য শপ)
১৭. সে গতকাল বগুড়ায় গিয়েছে He went to Bogra yesterday (হি ওয়েন্ট টু বোগড়া ইয়েষ্টারডেই)
১৯. সে কাল আমেরিকায় রওয়ানা হবে He leaves for America tomorrow লিভস্ ফর অ্যামেরিকা টুমরো)
২০. মি চাবিটি হারিয়ে ফেলেছি I lost the key (আই লষ্ট দ্য কি)
২১. কাল আমার বাড়িতে এস Come to my house tomorrow (কাম টু মাই হাউস টুমরো)
২৩. তোমার গানটা দারুন হয়েছে Your song was splendid (ইওর সং ওয়াজ স্প্লেনডিড)
২৪. আমার কলমের কালি শেষ My pen ran out of ink(মাই পেন রান আউট অফ ইংক)
২৫. সব কিছু গুছিয়ে আমি চলে যাব I’ll go packing all my things (আয়ল গো প্যাকিং অল মাই থিংগস)
Negative (না-বোধক)
২৪. আজ অফিসে যাব না I won’t go to the office today (আই ওন্ট গো টু দ্য অফিস টুডেই)
২৬. এটা করা উচিত বলে আমি মনে করি না I don’t think it is right to do this (আই ডোন্ট থিংক ইট ইজ রাইট টু ডু দিস)
২৮. তুমি আর এখানে আসবা না You won’t come here anymore (ইউ ওন্ট কাম হেয়ার এনিমোর)
৩০. সে রান্না করতে জানে না He doesn’t know how to cook (হি ডাজেন্ট নোউ হাউ টু কুক)
৩২. তুমি মনে হচ্ছে খুশি হও নি You don’t seem to be happy (ইউ ডোন্ট সিম টু বি হ্যাপি)
৩৪. আমি এটা তাকে করতে দেব না I won’t allow them to do this (আই ওন্ট অ্যালাও দেম টু ডু দিস্)
৩৬. আমি তাকে বিশ্বাস করিনি I didn’t trust him(আই ডিডেন্ট ট্রাষ্ট হিম)
৩৭. আমি তাকে চিনি না I don’t know him (আই ডোন্ট নোউ হিম)
৩৯. বাঘেরা সকালে বের হয় না The tigers don’t come out in the morning (দ্য টাইগার্স ডোন্ট কাম আউট হন দ্য মর্নিং)
৪০. ছবিটা সুন্দর না The Picture isn’t pretty (দ্য পিকচার ইজনট প্রিটি)
৪২. যন্ত্রটা চলছে না The machine is not working (দ্য মেশিন ইজ্ নট ওয়ার্কিং)
৪৪. আমি কোনমতেই সেখানে যাব না There is no way I’ll go there (দেয়ার ইজ নো ওয়েই আয়ল গো দেয়ার)
৩৮. কোন কিছুই আমার মত পাল্টাতে পারবে না Nothing can’t change my decision (নাথিং ক্যান চেঞ্জ মাই ডিসিশান)
৩৯. সে কথাটা বলেনি He didn’t say the word(হি ডিডেন্ট সেই দ্য ওয়ার্ড)
৪০. তার নিজের উপর আস্থা নেই He doesn’t have confidence on himself(হি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স অন হিমসেল্ফ)
৪১. আমি জানতাম না কথাটা I didn’t know the word (আই ডিডেন্ট নো দ্য ওয়ার্ড)
৪২. আমি চা খাই না I don’t drink tea (আই ডোন্ট ড্রিংক টি)
৪৩. সে আর ফিরে আসবে না She won’t come back again(সি ওন্ট কাম ব্যাক এগেইন)
৪৪. তার কাছে খাতাটা নেই He doesn’t have the copy (হি ডাজেন্ট হ্যাভ দ্য কপি)
৪৫. তুমি আজ স্কুলে যাও নি You didn’t go to school today (ইউ ডিজেন্ট গো টু স্কুল টুডেই)
৪৬. সে খেলতে চায় না She doesn’t want to play (শি ডাজেন্ট ওয়ান্ট টু পেই)
৪৭. মিথ্যা বলা ভাল না It is not good to tell a lie (ইট ইজ নট গুড টু টেল এ লাই)
৪৯. সে এরকম হতেই পারে না He can’t be like this (হি ক্যান্ট বি লাইক দিস)
৫১. কিভাবে যে শুরু করব ভেবে পাচ্ছি না I can’t think of how to start (আই ক্যান্ট থিংক অফ হাউ টু ষ্টার্ট)
৫২. সে ঘোড়ায় চড়বে না He won’t ride a horse (হি ওন্ট রাইড আ হর্স)

Interrogative sentence (ইনট্রোগেটিভ সেনটেনস)
Interrogative sentence- কোন প্রশ্ন জিজ্ঞেস করলে তাকে Interrogative sentence বলা হয়। Interrogative sentence এর পরে subject বসে। Verb ‘To be’ এবং ‘To have’ ব্যতীত Present Indefinite Tense এ Do / Does এবং Past Indifinite Tense এ Did এই Auxiliary verb গুলির সাহায্যে Interrogative Sentence গঠিত হয়। আবার নিজের মতে কারও সমর্থন চাইলে Sentence এর সাথে একটি প্রশ্নও জুড়ে দেওয়া হয়। একে Tag question বলে। সাধারণ Positive statement এর সাথে Negative tag এবং Negetive statement এর সাথে positve tag থাকে।

কিছু Interrogative Sentence
১. বাজে জিনিস পড়ে সময় নষ্ট কর কেন? Why do you waste time in reading trash? (হোয়াই ডু ইউ ওয়েষ্ট টাইম ইন রিডিং ট্রাস?)
৩. সেকি তোমাকে ইহা বলে নাই? Didn’t he tell you this? (ডিডেন্ট হি টেল ইউ দিস?)
৪. তুমি কি করছিলে? What were you doing? (হোয়াট ওয়্যার ইউ ডুয়িং?)
৫. কেকটি কি তুমি বানিয়েছ? Did you make this cake? (ডিড ইউ মেক দিস কেক?)
৬. তুমি কি আজ উঠবে না? Won’t you get up today? (ওন্ট ইউ গেট আপ টুডে?)
৭. আপনি কেন ব্যাস্ত হচ্ছেন? Why do you bother? (হোয়াই ডু ইউ বদার?)
৮. আপনি এখানে কেন এসেছেন? What brings you here? (হোয়াট ব্রিংস ইউ হিয়ার?)
৯. তুমি গতকাল মার্কেটে গিয়েছিলে, যাওনি? You went to the market yesterday, didn’t you? (ইউ ওয়েন্ট টু দা মার্কেট ইয়েস্টারডে, ডিডেন্ট ইউ?)
১. আকাশ মেঘে ঢাকা, তাই না? The sky is clouded, isn’t it? (দা স্কাই ইজ ক্লাউডেড, ইজেন্ট ইট?)
৩. তোমার কলমটি ভাল লেখে, লেখে না? Your pen writes well, doesn’t it? (ইওর পেন রাইটস ওয়েল, ডাজেন্ট ইট?)
৫. তোমার টাকার টান পরেছিল, নয় কি? You were short by money, weren’t you? (ইউ ওয়ের শর্ট বাই মানি, ওয়ারেন্ট ইউ?)
৭. তাহাদের কেউই উওরটা জানতনা, জানত? None of them knew the answer, did they? (নান অফ দেম নিউ দা অ্যানসার, ডিড দেই?)
৯. আজ খুব ঠান্ডা, নয় কি? It’s very cold today, isn’t it? (ইটস ভেরি কোল্ড টুডে, ইজেন্ট ইট?)
১১. আমরা শিঘ্রই তৈরি হয়ে যাব, যাব না? We will be ready soon, won’t we be? ( উই উইল বি রেডি সুন, ওন্ট উই বি?)
১৫. তুমি তোমার কাজ শেষ করে নিয়েছিলে, নাওনি? You had your work done, hadn’t you? (ইউ হ্যাড ইওর ওয়ার্ক ডান, হ্যাডেন্ট ইউ?)
১৭. তুমি ইংরেজী বলতে পারো, পারোনা? You can speak English, can’t you? (ইউ ক্যান স্পিক ইংলিস, ক্যান্ট ইউ?)
১৯. আপনার সেখানে যাওয়ার দরকার নেই, আছেকি? You needn’t go there, do you? (ইউ নিডেন্ট গো দেয়ার, ডু ইউ?)
২১. তুমি কি সারাক্ষণ বাইরে ছিলে? Were you out the whole time? (ওয়ের ইউ আউট দা হোল টাইম?)
২৩. কয়টা বাজে? What time is it? (হোয়াট টাইম ইজ ইট?)
২৪. তুমি সেখানে কি করছিলে? What were you doing there? (হোয়াট ওয়ের ইউ ডুয়িং দেয়ার?)
২৬. তুমি কি তোমার গাছ গুলো ছাঁটতেছিলে? Were you pruning your plants? (ওয়ের ইউ প্রুনিং ইওর প্ল্যান্টস?)
২৮. তুমি তোমার গাছে পানি দিয়েছ? Did you water your plants? (ডিড ইউ ওয়াটার ইওর প্যান্টস?)
৩০. আমরা সেখানে যাব না, যাব কি? We won’t go there, would we? (উই ওন্ট গো দেয়ার, উড উই?)
৩২. দিনটা খুব সুন্দর তাই না? The day is very wonderful, isn’t it? (দা ডে ইজ ভেরি ওয়ান্ডারফুল, ইজেন্ট ইট?)
৩৪. তোমাকে দিয়ে কি কাজ টি হবে? Will the work be done by you? (উইল দা ওয়ার্ক বি ডান বাই ইউ?)
৩৬. সে বাঁশি বাজাতে পারে, পারে না? She can play the flute, can’t she? (শি ক্যান পে দা ফ্লুট, ক্যান্ট শি?)
৩৮. তুমি কি জানালাটা বন্ধ করতে পারবে? Can you close the window? (ক্যান ইউ ক্লোজ দা উইন্ডো?)
৪০. তারা কি বন্ধু? Are they friends? (আর দেই ফ্রেন্ডস?)
৪১. বই টা তোমার সাথে ছিল না? Wasn’t the book with you? (ওয়াজেন্ট দা বুক উইথ ইউ?)
৩০. সেকি গেতে পারে? Can she sing? (ক্যান সি সিং?)
৩১. তুমি কেন কালকে চলে গিয়েছিলে? Why did you go yesterday? (হোয়াই ডিড ইউ গো ইয়েস্টারডে?)
৩৩. তুমি কাকে খুজতেছ? Whom are you looking for? (হোম আর ইউ লুকিং ফর?)
৩৫. সেকি তাকে সাহায্য করেছিল? Did he help him? (ডিড হি হেল্প হিম?)
৩৬. সে এখন কোথায় বলে তামার মনে হয়? Where do you think he is? (হোয়্যার ডু ইউ থিংক হি ইজ?)
৩৮. ‘হারা’ শব্দটি তোমার অভিদানে নেই, আছে কি? The word ‘lose’ isn’t in your dictionary, is it? (দা ওয়ারড ’লুজ’ ইজেন্ট ইন ইয়োর ডিকসনারি, ইজ ইট?)

Imperative sentence (ইমপ্যারাটিভ সেনটেনস্)
এবার আলোচিত হল Imperative sentence. Imperative sentence এ Second person উহ্য থাকে।
কিছু Imperative Sentence
১. কথা বলার দক্ষতা কে উন্নত করার চেষ্টা কর Try to improve your speaking skills. (ট্রাই টু ইমপ্র“ভ ইওর স্পিকিং স্কিলস)
১. মরিচ গুলো রোদে দাও। Put the chillies in the sun. (পুট দা চিলিজ ইন দা সান)
২. ছবি টি রং কর। Paint the picture.(পেইন্ট দা পিকচার)
৩. আমার মাথা হালকা করে টিপে দাও। Massage my head gently.(ম্যাসেজ মাই হেড জেন্টলি)
৪. তাকে দেখামাত্র সংবাদটি দিবে। As soon as you see him, convery the news to him. (অ্যাজ সুন অ্যাজ ইউ সি হিম, কনভেই দা নিউজ টু হিম)
১. বাসায় পৌঁছামাত্র আমাকে ফোন করবে। Phone me as soon as you reach home. (ফোন মি অ্যাজ সুন অ্যাজ ইউ রিচ হোম)
১. বুদ্ধি খাটাও। Use your intelligence. (ইউজ ইওর ইন্টেলিজেনস)
৮. টুকরাটার উপর মাখন মাখাও। Butter the slice. (বাটার দা স্লাইস)
১০. সোমবারের মধ্যে ফিরে আসবে। Do return by Monday.(ডু রিটার্ন বাই মান্ডে)
১১. নিজের কাজ কর। Mind your own business. (মাইন্ড ইওর ওন বিজনেস)
১২. আরাম করে বস। Be seated at ease.(বি সিটেট অ্যাট ইজ)
১৩. কম খাও বেশী চিবাও। Eat less munch well. (ইট লেস মাঞ্চ ওয়েল)
১৪. বাসি খাবার খেও না। Don’t eat stale food. (ডোন্ট ইট স্টেল ফুড)
১৫. এই কু-অভ্যাস ত্যাগ কর। Give up this bad habit. (গিভ আপ দিস ব্যাড হ্যাভিট)
১৬. মুখ সামলায় কথা বল। Hold your tongue. (হোল্ড ইওর টান্গ)
১৮. ভেবে চিন্তে বল। Think before you speak.(থিঙ্ক বিফোর ইউ স্পিক)
১৯. গ্লাসে আর একটু পানি দাও। Pour some more water in to the glass. (পোর সাম মোর ওয়াটার ইন টু দা গ্লাস)
৮. ভালো শ্রোতা হও। Be a good listener. (বি আ গুড লিসেনার)
১০. মিথ্যা কথা বন্ধ কর। Stop telling lies. (স্টপ টেলিং লাইস)
১১. তোমার মুখে ফুল চন্দন পড়ুক। Blessed be your tongue.( ব্লেস্ড বি ইয়র টাং)
১২. ঘুষ খাওয়া বন্ধ কর। Stop taking bribe. (স্টপ টেকিং ব্রাইব)
১৩. দশ টাকার নোট খানা ভাঙাও। Cash this ten-taka note. (ক্যাশ দিস টেন টাকা নোট)
১৫. ও কথা রেখে দাও। Let that matter drop. (লেট দ্যাট ম্যাটার ড্রপ)
১৭. সে একটা বোতাম লাগিয়ে নিক। Let her sew up a button. (লেট হার সিউ আপ এ বাটন)
১৯. আমার সাথে সাথে চলো। Keep pace with me. (কিপ পেইস উইথ মি)
২৬. সব ব্যবস্থা করে রেখ। Keep everything ready. (কিপ এভ্রিথিং রেডি)
২৮. যাবে যদি তৈরী হয়ে নাও। Get ready if you want to go. (গেট রেডি ইফ ইউ ওয়ান্ট টু গো)
২৯. অহংকারী হবে না। Don’t get egoist. (ডোন্ট গেট এগোইস্ট)
৩০. কুতর্ক কোরো না। Don’t argue unnecessarily. (ডোন্ট আর্গু আননেসেসারিলি)
৩২. অত্যাধিক গ্রাম্য ভাষার ব্যরহার কোর না।Avoid too much slang. (অ্যাভোয়েড টু মাচ স্ল্যাং)
৩৪. রং চড়িয়ে কথাবার্তা বলার অভ্যাস পরিত্যাগ কর। Avoid exaggeration. (অ্যাভোয়েড এক্স্যাজেরেশন)
২৬. বিড় বিড় করে কথা বল না। Don’t mumble. (ডোন্ট মাম্বল)
২৭. প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় হও। Be cheerful and good humored.(বি চিয়ারফুল এ্যান্ড গুড হিউর্মাড)
২৮. নিষ্ঠাহীন হবে না। Don’t be insincere. (ডোন্ট রি ইনসিনসিয়ার)
৩০. সব সময় মনে রাখবে ভাল কাজ করার কথা। Always remember to do good deeds. (অলওয়েজ রিমেমবার টু ডু গুড ডিডস)
২৬. পায়ে পায়ে সবার ভুল ধরার অভ্যাস ত্যাগ কর। Avoid finding faults in others in every step. (অ্যাভোয়েড ফাইন্ডিং ফল্টস ইন আদারস ইন এভ্রি স্টেপ)
২৬. জ্ঞান পিপাসু হতে শিখ। Learn to be a lover of knowledge. (লার্ন টু বি এ লাভার অফ নলেজ)
২৭. অবাধ্য হয়ো না। Don’t be impudent. (ডোন্ট বি ইমপুডেন্ট)
২৮. চল খেলতে যাই। Let’s go to play. (লেটস গো টু প্লেই)
৩০. কাজটা তাড়াতাড়ি শেষ কর। Do the work quickly. (ডু দা ওয়ার্ক কুইকলি)

Optative sentence (অপটেটিভ সেনটেনস্)
ইচ্ছা, আবেগ, অনুভূতি প্রকাশ করতে হলে Optative sentence ব্যবহৃত হয়। সাধারণত Optative sentence, May দিয়ে আরম্ভ করতে হয়। অনেক সময় May উহ্য থাকে।
কিছু Optative Sentence
১. আলাহ তোমার মঙ্গল করুন। May Allah bless you. (মেই আলাহ বেস ইউ)
২. তাহার আত্মার শান্তি হোক। May his soul rest in peace. (মেই হিজ সোউল রেস্ট ইন পিস)
৩. তাহার সর্বনাশ হোক। May ruin overtake him. (মে রুইন ওভার টেক হিম)
৪. আমার মা যদি বেঁচে থাকতেন। Would that my mother were alive. (উড দ্যাট মাই মাদার ওয়ের অ্যালাইভ)
৫. তুমি জীবনে সুখী হও। May you be happy in life. (মে ইউ বি হ্যাপি ইন লাইফ)
৬. যদি একটু ভাল মত পড়াশুনা করতাম। If only I had studied harder. (ইফ ওনলি আই হ্যাড স্টাডিড হার্ডার )
৭. আশা করি তার উন্নতি হোক। Wish he’d prosper. (উইশ হি উড প্রসপার )
৮. যদি জানতাম। If I only knew. (ইফ আই ওনলি নিই)
৯. সেই কাজে সফল হও আশা করি। Wish you succeed in that work. (উইশ ইউ সাকসিড ইন দ্যাট ওয়ার্ক)
১০. ভাল থেক। May you stay well.(মে ইউ স্টেই ওয়েল)
১১. আমি যদি সেটা বুঝতে পারতাম। If only I understood that. (ইফ ওনলি আই আন্ডারস্টুড দ্যাট)
১২. আমি যদি তাকে চিনতে পারতাম। If only I recognised him. (ইফ ওনলি আই রেকোগনাইজ্ড হিম)
১৪. ভালো মত পরীক্ষা দিও। May you do well in your exam. (মে ইউ ডু ওয়েল ইন ইয়র এক্জাম)
১৫. আশা করি ভাল আছ। Hope you are well.(হোপ ইউ আর ওয়েল)
১৬. আলাহ তোমায় সুখে রাখুন। May Allah keep you in peace. (মেই আলাহ কিপ ইউ ইন পিস).
১৭. যদি আর কখনো ফিরে যেতে পারতাম বাল্যকালের সোনালী দিন গুলোতে। If only I could ever return to the golden days of youth. (ইফ ওনলি আই কুড এভার রিটার্ন টু দা গোল্ডেন ডেইস অফ ইওথ)
১৮. তারা মজায় দিন কাটাক। May they pass their days in fun. (মে দেই প্যাস দেয়ার ডেইস ইন ফান)
১৯. যদি আমার আশা পূরণ হত। Would that my wish was fulfilled. (উড দ্যাট মাই উইশ ওয়াস ফুলফিল্ড)
2০. কোন বাঁধা বিপত্তিই তোমাকে ঠেকাতে যেন না পারে। No hardships may slow you (নো হার্ড শিপস মে স্লো ইউ)
২১. আশা করি সব কিছু ঠিকঠাক মতই হবে। Hope everything will work out well. (হোপ এভ্রিথিং উইল ওয়ার্ক আউটওয়েল।)

Exclamatory sentence (এক্সক্লেমেটরী সেনটেনস)
Exclamatory sentence- বিস্ময়, দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ ইত্যাদি বুঝাতে Exclamatory sentence ব্যবহৃত হয়। এতে Verb, subject এর পরে বসে। অনেক সময় Verb উহ্যও থাকে।
কিছু Exclamatory Sentence
১. কি আক্ষেপের রিষয়! What a pity! (হোয়াট এ পিটি)
২. তোমায় ধিক! Shame on you.(শেম অন ইউ)
৩. কিরুপ নিপুণতার সহিত সে ব্যাপারটির সমাধান করল! How skillfully he managed the matter.(হাউ স্কিলফুলি হি ম্যানেজড দা ম্যাটার)
৩. ছি! তুমি একজন মিথ্যাবাদী। ঋরব! Fie! You are a liar. (ফাই! ইউ আর আ লায়ার)
৫. চুপ কেউ আসছে। Hush! Somebody is coming. (হাশ! সামবাডি ইজ কামিং)
৭. হায়! ভিক্ষুকটি মারা গেছে। Alas! The begger is dead. (আলাস! দা বেগার ইজ ডেড)
৯. ছবিটি কি সুন্দর! What a beautiful picture. (হোয়াট আ বিউটিফুল পিকচার!)
১১. আমরা জয়ী হয়েছি! We won. (উই ওন!)
১২. সংবাদটা অত্যন্ত দুঃখের! The news is very sad. (দা নিউজ ইজ ভেরি স্যাড)
১০. হায়! পাত্রটি ভেঙ্গে গিয়েছে। Alas! The vessel is broken.
Exercise
Sentence তৈরী করুন ইঙ্গিত (Hints) এর সাহায্যে:
1. (I/ interest/ football) I am Interested in football.
2. (She/ tea/ breakfast/ everyday) ___________________.
3. (You/ engineer?) ___________________.
4. (You/come/my house?) ___________________.
5. (Listen/ your parents) ___________________.
6. (Don’t/ dishonest) ___________________.
7. (Allah/ bless you) ___________________.
8. (They/ doing?) ___________________.
9. (Alas!/ he/ dead) ___________________.
10.(Beautiful/ picture!) ___________________.

Tense বা কাল
In English Grammar Tense is used to refer to time of an action or event.
Tense is the concept of time which may be present, past or future.
কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Example: – I eat rice. (present)
– I ate rice. (past)
– I will eat rice. (future)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।
Types of Tense:
The concept of time (tense) can be differentiated into three categories.
The present / simple present tense. (what are you presently doing )
The past.(What you did some time back).
The future. (What you will do some time later).
And all of these tense are differentiated into the following four categories.
Indefinite Tense
Continuous Tense
Perfect Tense
Perfect Continuous Tense

Present Indefinite Tense
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।
Structure:
Subject + Main Verb + Object.
Example: – আমি ভাত খাই – I eat rice.
– আমি স্কুলে যাই – I go to school.
– সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
– তুমি বই পড় – You read a book.
– সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.
– সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.
– পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centegrade.
Note – Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb এর শেষে s বা es বসে।

Present Continuous Tense
Present continious tense is used when an action is continiued or going to be continued in near future.
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
Structure:
Subject + be verb (number ও person অনুযায়ী বসবে) + verb + ing + object.
Example: – আমি ভাত খাইতেছি – I am eating rice.
– আমি স্কুলে যাইতেছি – I am going to school.
– সে স্কুলে যাইতেছে – He is going to school.
– তুমি/ তোমরা বই পড়িতেছ – You are reading book.
– আমি আজ রাতে ঢাকা যাব – I am going to Dhaka tonight. (Near future)
– আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন – Are you coming to the meeting this afternoon? (Near future)
Note – I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।
Present এবং Past continous tense এর ব্যবহার

এই অধ্যায়ে আমরা আলোচনা করব Present continous tense নিয়ে এবং একই সঙ্গে আলেচিত হবে Past এ continous tense নিয়ে।

কোন কাজ বর্তমানে চলছে বুঝালে Present continous tense হয়। কাজটা শেষ না হয়ে Continous চলছে এরুপ বোঝায়।
এরুপ হলে Verb এর সঙ্গে ing যোগ হয়, তার পূর্বে am, is, are বসে। Past Continous tense এ একই ভাবে Present এর স্থলে Past form হয়। অতীতে কোন কাজ চলছিল বুঝায়। একই ভাবে Verb এর সঙ্গে ing যুক্ত হয়, এর পূর্বে Subject অনুযায়ী was বা were বসে।
১) মেঘ গর্জন করছে। মেঘ গর্জন করছিল।
The clouds are thundering. The clouds were thundering.
(দা ক্লাউড্স আর থানডারিং) (দা ক্লাউডস ওয়্যার থানডারিং)
১) বৃষ্টি হচ্ছে কি? বৃষ্টি হচ্ছিল কি?
Is it raining? Was it raining?
(ইজ ইট রেইনিং?) (ওয়াজ ইট রেইনিং?)
১) ভিক্ষুকটি শীতে কাঁপছে ভিক্ষুকটি শীতে কাঁপছিল।
The begger is shivering with cold. The begger was shivering with cold.
(দা বেগার ইজ শিভারিং উইদ কোল্ড) (দা বেগার ওয়াজ শিভারিং উইদ কোল্ড)
১) তারা আমার জন্য অপেক্ষা করছে। তারা আমার জন্য অপেক্ষা করছিল
They are waiting for me. They were waiting for me.
(দেই আর ওয়েটিং ফর মি) (দেই ওয়ার ওয়েটিং ফর মি)
১)কেউ দরজায় খট্ খট্ করছে। কেউ দরজায় খট্ খট্ করছিল।
Some one is knocking at the door. Someone was knocking at the door.
(সামওয়ান ইজ নকিং এ্যাট দা ডোর) (সামওয়ান ওয়াজ নকিং এ্যাট দা ডোর)
১) এই পোষাকে তোমাকে খুব ফিট ফাট দেখাচ্ছে । ঐ পোষাকে তোমাকে খুব ফিট ফাট দেখাচ্ছিল।
You are looking very smart in this dress. You were looking very smart in that dress.
(ইউ আর লুকিং ভেরী স্মার্ট ইন দিজ ড্রেস) (ইউ ওয়্যার লুকিং ভেরী স্মার্ট ইন দ্যাট ড্রেস)
১) ঝগড়া চেঁচামেচি করে লাভ কি? ঝগড়া চেঁচামেচি করে লাভ কি ছিল?
What is the use of rangling? What was the use of rangling?
(হোয়াট ইজ দা ইউজ্ অফ র‌্যাংগলিং?) (হোয়াট ওয়াজ দা ইউজ্ অফ র‌্যাংগলিং?)
৮) সে আমার দিকে আসছে। সে আমার দিকে আসছিল।
He is coming towards me. He was coming towards me.
(হি ইজ কার্মিং টুয়ার্ডস মি) (হি ওয়াজ কার্মিং টুয়ার্ডস মি)
৮) ওখানে কি ঘটছে? ওখানে কি ঘটছিল?
What is happening there? What was happening there?
(হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার?) (হোয়াট ওয়াজ হ্যাপেনিং দেয়ার?)
৮) আকাশ মেঘযুক্ত, শীঘ্রই বৃষ্টি হবে। আকাশ মেঘযুক্ত ছিল, শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছিল।
The sky is cloudy, it is going to rain soon. The sky was cloudy, it was going to rain soon.
(দা স্কাই ইজ ক্লাউডি, ইট ইজ গোয়িং (দা স্কাই ওয়াজ ক্লাউডি, ইট ওয়াজ
গোয়িংটু রেইন সুন) গোয়িংটু রেইন সুন।)
৮) তারা হসপিটালে যাচ্ছে তাদের মাকে দেখতে। তারা হসপিটালে যাচ্ছিল তাদের মাকে দেখতে।
They are going to the hospital to They were going to the
visit their mother. hospital to visit their mother
(দেই আর গোয়িং টু দা হসপিটাল টু দেই ওয়্যার গোয়িং টু দা হসপিটাল
ভিজিট দেয়ার মাদার। টু ভিজিট দেয়ার মাদার।)
৮) সে কি কফি পান করছে? সে কি কফি পান করছিল?
Is he drinking coffee? Was he drinking coffee?
(ইজ হি ড্রিংকিং কফি?) (ওয়াজ হি ড্রিংকিং কফি?)
৮) টেলিফোনটি বাজছে। টেলিফোনটি বাজছিল।
The telephone is ringing. The telephone was ringing.
(দা টেলিফোন ইজ রিংগিং) (দা টেলিফোন ওয়াজ রিংগিং)
৮) সে গিটার বাজাচ্ছে না সে গিটার বাজাচ্ছিল না।
He is not playing the guiter. He was not playing the guiter.
(হি ইজ নট পেইং দা গিটার) (হি ওয়াজ নট পেইং দা গিটার)
৮) সেকি ছবি তুলছে? সেকি ছবি তুলছিল?
Is he taking photos? Was he taking photos?
(ইজ হি টেকিং ফোটোস?) (ওয়াজ হি টেকিং ফোটোস?)
৮) তুমি কি টেলিভিশন দেখছো? তুমি কি টেলিভিশন দেখছিলে?
Are you watching television? Were you watching television?
(আর ইউ ওয়াচিং টেলিভিশন?) (ওয়্যার ইউ ওয়াচিং টেলিভিশন?)

Present Perfect Tense
Present perfect tense is used when the work has been done but its effect lasts.
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।
Structure:
Subject + have/has + past participle + object.
Example: – আমি ভাত খাইয়াছি – I have eaten rice.
– আমি স্কুলে গিয়েছি – I have gone to school.
– সে স্কুলে গিয়েছি – He has gone to school.
– আমি ভাত খাইনি – I have not eaten rice.
– তারা/তাহারা কাজটি করিয়াছে – They have done the work.
– সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours.
– তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে – They have just played football.
– সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just played football.
Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।
এখন আলোচিত হবে Present Perfect Tense. কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান এরুপ বুঝালে Present Perfect Tense হয় এবং Present Perfect Tense বাংলায় খুব কাছাকাছি মনে হলেও ইংরেজীতে এর গঠন প্রণালী আলাদা।
বাংলায় Present Perfect Tense এ বেশী ভাগই “ছে” যুক্ত থাকে। যেমন, গিয়েছে, বলেছে, করেছে ইত্যাদি। আর Simple Past Tense-এ ল, লাম যুক্ত থাকে। যেমন, করলাম, গেলাম, গেল ইত্যাদি। এভাবে খুব সহজে চেনা যায়। Present Perfect Tense গঠনে Subject অনুযায়ী Have বা Has ব্যবহৃত হয় ও Verb-এর Past Participle হয়।
১) আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি।
I have lost many things.
(আই হ্যাভ লষ্ট মেনি থিংস)
২) তুমি আমার সম্মান রক্ষা করেছ।
You have saved my prestige.
(ইউ হ্যাভ সেভড্ মাই প্রেষ্টিজ)
৩) তার সর্দি হয়েছে।
He has caught cold.
(হি হ্যাজ কট কোল্ড)
৪) সৌভাগ্যক্রমে তুমি এসেছ।
Luckily you have come.
(লাকিলি ইউ হ্যাভ কাম)
৫) সে আমার অনুমতি নিয়ে এটি করেছে।
He has done it with my consest.
(হি হ্যাজ ডান ইট উয়িথ মাই কনসেস্ট)
৬) আমি এই বইটা দেড় ঘন্টায় পড়ে ফেলেছি।
I have read this book in an hour and a half.
(আই হ্যাভ রেড দিজ বুক ইন এ্যান আওয়ার এন্ড আ হাফ)
৭) সে রোদে কাপড়টা মেলে ধরেছে।
She has spread the cloth in the sun.
(সি হ্যাজ স্প্রেড দা ক্লথ ইন দা সান)
৮) তুমি আমার মেজাজ নষ্ট করেছো।
You have lost my temper.
(ইউ হ্যাভ লষ্ট মাই টেম্পার)
৯) আমি তোমার সব দুস্কর্ম জেনেছি।
I have known all your misdeeds.
(আই হ্যাভ নোন অল ইওর মিসডিডস্)
১০) ঘটনাটির বিষয়ে সে পুলিশকে অবহিত করেছে।
He has reported the matter to the police.
(হি হ্যাজ রিপোর্টেড দা মেটার টু দা পুলিশ)
১১) আপনি কি প্রতারিত হয়েছেন?
Have you been cheated?
(হ্যাভ ইউ বিন চিটেড?)
১২) ওকে কি জানানো হয়েছে?
Has he been informed?
(হ্যাজ হি বিন ইনফর্মড?)
১৩) তারা কি পৌছেছে?
Have they arrived?
(হ্যাভ দেই এ্যারাইভড্?)
১৪) তারা ইতিমধ্যে পৌঁছেছে।
They have already arrived.
(দে হ্যাভ অলরেডি এ্যারাভড্)
১৫) আমি আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছি।
I have lost my passport.
(আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট)
১৬) তুমি কোথায় ওটা হারিয়েছ?
Where have you lost that?
(হয়্যার হ্যাভ ইউ লষ্ট দ্যাট?)
১৭) তুমি কি নতুন চাকুরিটা শুরু করেছ?
Have you started the new job.
(হ্যাভ ইউ স্টারটেড দা নিউ জাব?)
১৮) তার দুই বোন আছে।
She has got two sisters.
(সি হ্যাজ গট টু সিসটারস্)
১৯) আমি তাকে এখনও ফোন করি নাই।
I haven’t phoned him yet.
(আই হ্যাভেন্ট ফোনড হিম ইয়েট)
২০) তারা কি এখানে অনেক দিন থেকে বাস করছে?
Have they lived here for a long time?
(হ্যাভ দেই লিভড হেয়ার ফর এ লং টাইম?)

Present Perfect Continuous Tense
The present perfect continuous tense is used for an action which began at some time in the past and is still continuing.
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।
Structure:
Subject + has been/have been + main verb + ing + since/from/for + object.
Example: – আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.
– সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading for two hours. (নির্দিষ্ট সময়)
– সে সকাল থেকে পড়িতেছে– He has been reading since mourning.
– সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has been reading in this school for three years.
– ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে – He has been living here from his boyhood.
– ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে – Fahim has been suffering from fever since sunday last.
Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have been বসবে।
Note – এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র point of time (past tense) এর ক্ষেত্রে।
দিন কিংবা বার এর ক্ষেত্রে since or from হয়।
সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা যায়।
অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।

Past Indefinite Tense
Past Indefinite Tense is used to denote an action completed in the past or a past habit and result is not lasted.
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)
Structure:
Subject + past form of main verb + object.
Example: – আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
– আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to school.
– সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to school.
– তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.
– তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London.
– লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.
– সে ফুটবল খেলেছিল – He played football.
Note – Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।

Past Continuous Tense
Past continuous tense is used when the action was continued for some time in the past.
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।
Structure:
Subject + was/were + main verb + ing + object.
Example: – আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
– সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.
– তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
– গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.
– আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.
Note – subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।
Present এবং Past continous tense এর ব্যবহার

এই অধ্যায়ে আমরা আলোচনা করব Present continous tense নিয়ে এবং একই সঙ্গে আলেচিত হবে Past এ continous tense নিয়ে।

কোন কাজ বর্তমানে চলছে বুঝালে Present continous tense হয়। কাজটা শেষ না হয়ে Continous চলছে এরুপ বোঝায়।
এরুপ হলে Verb এর সঙ্গে ing যোগ হয়, তার পূর্বে am, is, are বসে। Past Continous tense এ একই ভাবে Present এর স্থলে Past form হয়। অতীতে কোন কাজ চলছিল বুঝায়। একই ভাবে Verb এর সঙ্গে ing যুক্ত হয়, এর পূর্বে Subject অনুযায়ী was বা were বসে।
১) মেঘ গর্জন করছে। মেঘ গর্জন করছিল।
The clouds are thundering. The clouds were thundering.
(দা ক্লাউড্স আর থানডারিং) (দা ক্লাউডস ওয়্যার থানডারিং)
১) বৃষ্টি হচ্ছে কি? বৃষ্টি হচ্ছিল কি?
Is it raining? Was it raining?
(ইজ ইট রেইনিং?) (ওয়াজ ইট রেইনিং?)
১) ভিক্ষুকটি শীতে কাঁপছে ভিক্ষুকটি শীতে কাঁপছিল।
The begger is shivering with cold. The begger was shivering with cold.
(দা বেগার ইজ শিভারিং উইদ কোল্ড) (দা বেগার ওয়াজ শিভারিং উইদ কোল্ড)
১) তারা আমার জন্য অপেক্ষা করছে। তারা আমার জন্য অপেক্ষা করছিল
They are waiting for me. They were waiting for me.
(দেই আর ওয়েটিং ফর মি) (দেই ওয়ার ওয়েটিং ফর মি)
১)কেউ দরজায় খট্ খট্ করছে। কেউ দরজায় খট্ খট্ করছিল।
Some one is knocking at the door. Someone was knocking at the door.
(সামওয়ান ইজ নকিং এ্যাট দা ডোর) (সামওয়ান ওয়াজ নকিং এ্যাট দা ডোর)
১) এই পোষাকে তোমাকে খুব ফিট ফাট দেখাচ্ছে । ঐ পোষাকে তোমাকে খুব ফিট ফাট দেখাচ্ছিল।
You are looking very smart in this dress. You were looking very smart in that dress.
(ইউ আর লুকিং ভেরী স্মার্ট ইন দিজ ড্রেস) (ইউ ওয়্যার লুকিং ভেরী স্মার্ট ইন দ্যাট ড্রেস)
১) ঝগড়া চেঁচামেচি করে লাভ কি? ঝগড়া চেঁচামেচি করে লাভ কি ছিল?
What is the use of rangling? What was the use of rangling?
(হোয়াট ইজ দা ইউজ্ অফ র‌্যাংগলিং?) (হোয়াট ওয়াজ দা ইউজ্ অফ র‌্যাংগলিং?)
৮) সে আমার দিকে আসছে। সে আমার দিকে আসছিল।
He is coming towards me. He was coming towards me.
(হি ইজ কার্মিং টুয়ার্ডস মি) (হি ওয়াজ কার্মিং টুয়ার্ডস মি)
৮) ওখানে কি ঘটছে? ওখানে কি ঘটছিল?
What is happening there? What was happening there?
(হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার?) (হোয়াট ওয়াজ হ্যাপেনিং দেয়ার?)
৮) আকাশ মেঘযুক্ত, শীঘ্রই বৃষ্টি হবে। আকাশ মেঘযুক্ত ছিল, শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছিল।
The sky is cloudy, it is going to rain soon. The sky was cloudy, it was going to rain soon.
(দা স্কাই ইজ ক্লাউডি, ইট ইজ গোয়িং (দা স্কাই ওয়াজ ক্লাউডি, ইট ওয়াজ
গোয়িংটু রেইন সুন) গোয়িংটু রেইন সুন।)
৮) তারা হসপিটালে যাচ্ছে তাদের মাকে দেখতে। তারা হসপিটালে যাচ্ছিল তাদের মাকে দেখতে।
They are going to the hospital to They were going to the
visit their mother. hospital to visit their mother
(দেই আর গোয়িং টু দা হসপিটাল টু দেই ওয়্যার গোয়িং টু দা হসপিটাল
ভিজিট দেয়ার মাদার। টু ভিজিট দেয়ার মাদার।)
৮) সে কি কফি পান করছে? সে কি কফি পান করছিল?
Is he drinking coffee? Was he drinking coffee?
(ইজ হি ড্রিংকিং কফি?) (ওয়াজ হি ড্রিংকিং কফি?)
৮) টেলিফোনটি বাজছে। টেলিফোনটি বাজছিল।
The telephone is ringing. The telephone was ringing.
(দা টেলিফোন ইজ রিংগিং) (দা টেলিফোন ওয়াজ রিংগিং)
৮) সে গিটার বাজাচ্ছে না সে গিটার বাজাচ্ছিল না।
He is not playing the guiter. He was not playing the guiter.
(হি ইজ নট পেইং দা গিটার) (হি ওয়াজ নট পেইং দা গিটার)
৮) সেকি ছবি তুলছে? সেকি ছবি তুলছিল?
Is he taking photos? Was he taking photos?
(ইজ হি টেকিং ফোটোস?) (ওয়াজ হি টেকিং ফোটোস?)
৮) তুমি কি টেলিভিশন দেখছো? তুমি কি টেলিভিশন দেখছিলে?
Are you watching television? Were you watching television?
(আর ইউ ওয়াচিং টেলিভিশন?) (ওয়্যার ইউ ওয়াচিং টেলিভিশন?)

Past Perfect Tense
Past perfect tense is used in the former action between two completed actions of the past; simple past is used in the later action.
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।
Structure:
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
Example: – আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
– আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
– ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
– ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.
– ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.
– বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.

Past Perfect Continuous Tense
Past perfect continuous tense is used for an action that begun before a certain point in the past and continued up to that time.
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।
Structure:
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
Example: – সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.
– ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.
– আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.
– তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – your mother had been waiting for you when you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.

Future Indefinite Tense
Future indefinite tense is used when an action will be done or will happen in future.
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:
Subject + shall/will + verb + object
Example: – আমি কাজটি করিব- I will/shall do the work.
– তারা কাজটি করিবে- They will/shall do the work.
– আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school.
– সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.
– তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.
Note – সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।
কোন কাজ ভবিষ্যতে সাধারনভাবে সম্পন্ন হবে বা করা হবে বুঝালে Future Indefinite Tense । এই Tense এ মূল Verb এর Present form হয় এবং তার আগে Subject অনুযায়ী Shall বা Will বসে। Negative form এ Shall বা Will এর পর not বসে। Interrogative Sentence বা প্রশ্নে Subject এর আগে Shall বা Will বসে।
১) সে আগামীকাল ঢাকা যাবে।
He will go to Dhaka tomorrow.
(হি উইল গো টু ঢাকা টুমরো)
২) তুমি কৃতকার্য হবে।
You will succeed.
(ইউ উইল সাকসিড)
৩) তুমি তোমার কাজ যত্ন করে করবে।
You will do your work with care.
(ইউ উইল ডু ইওর ওয়ার্ক উইথ কেয়ার)
৪) সে এক ঘন্টা পরে আসবে।
He will come after an hour.
(হি উইল কাম আফটার অ্যান আওয়ার)
৫) এস, এস, সি পরীক্ষার ফলাফল খুব শ্রীঘ্রই প্রকাশিত হবে।
The results of the S.S.C. examination will come out very soon.
(দ্য রেজাল্টস্ অফ দা এস,এস,সি একজামিনেশন উইল কাম আউট ভেরী সুন)
৬)বাতাস কমে আসবে।
The wind will drop.
(দা উইল্ড উইল ড্রপ)
৭) টিপ টিপ করে বৃষ্টি পড়বে।
It will be drizzling.
(ইট উইল বি ড্রিজলিং)
৮) কারা এই ব্যাপারটি অনুসন্ধান করবে?
Who will investigate the matter?
(হু উইল ইনভেজটিগেট দা ম্যাটার?)
৯) কারা ঝগড়াটির নিষ্পতি করবে?
Who will settle the dispute?
(হু উইল সেটেল দা ডিসপুট?)
১০) তার হাত থেকে ছাড়া পেলে আমি সুখী হব।
I shall be glad to get rid of him.
(আই স্যাল বি গ্যাড টু গেট রিড অফ হিম)

Future Continuous Tense
Future continuous tense is used when an action is thought to be going on in the future.
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure:
Subject + shall be/will be + main verb + ing + object.
Example: – আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
– আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
– তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
– সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
– তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.
– তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.

Future Perfect Tense
Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future.
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।
Structure:
1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.
Example: – বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব – I shall have done the work before my father comes.
– আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
– তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.
– তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.

Future Perfect Continuous Tense
Future perfect tense is used when an action will have been continuing by a certain future time.
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।
ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.
Example: – তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.
– বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.
– তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.
– সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Dhaka university for four years before he gets degree.

Unit 06 – Question (প্রশ্ন করার নিয়ম)
এই অধ্যায়ে আমরা আলোচনা করবো প্রশ্ন করা ও না বাচক বাক্য নিয়ে Simple Present tense কে Negative I Question করতে হলে Do অথবা Does ব্যবহার করতে হয় Singular number এ does ব্যবহার হয় Third Person Singular number কে সহজেই বুঝা যায় এর S, es ব্যবহার দেখে। সুতরাং Verb এর সঙ্গে S বা es দেখা গেলে শুধু does ব্যবহৃত হবে। একই সঙ্গে আলোচিত হবে Past Simple এর negative ও Question নিয়ে। একই সাথে আলোচিত হলে শিক্ষাহীর জন্য সহজ হয়ে যায় এবং শেখাটা সঠিক হয়। সাথে নিত্যব্যবহার্য কিছু বাক্য দেওয়া হল।
১) তুমি কি ইংরেজী বলা পছন্দ কর? তুমি কি ইংরেজী বলা পছন্দ করেছিলে?
Do you like to speak English? Did you like to speak English?
(ডু হউ লাইক টু স্পিক ইংলিশ?) (ডিড ইউ লাইক টু স্পিক ইংলিশ?)
১) সে তোমার কানে কানে কি বলে? সে তোমার কানে কানে কি বলেছিল?
What does he whisper in your ear? What did he whisper in your ear?
(হোয়াট ডাজ হি উঅইসপার ইন ইওর এয়ার?) (হোয়াট ডিড হি উইসপার ইন ইওর এয়ার?)
১) জন্ম দিনে সে আমাকে ফুল উপহার দেয়। জন্মদিনে সে আমাকে ফুল উপহার দিয়েছিল
He presents me with flowers on He presented me with flowers
my birthday. on my birthday.
(হি প্রেজেন্টস মি উইথ ফ্লাওয়ারস্ অন মাই (হি প্রেজেন্টেড মি উইথ ফ্লাওয়ারস
বার্থডে) অন মাই বার্থডে)
১) মা আমার জন্মদিনে পার্টির ব্যবস্থা করে। মা আমার জন্মদিনে পার্টির ব্যবস্থা করেছিল।
Mother arranges a party on my Mother arranged a party on my
birthday. birthday.
(মাদার অ্যারেন্জেস আ পার্টি অন মাই বার্থডে) (মাদার অ্যারেন্জেড আ পার্টি অন মাই বার্থডে)
১) আমি মোম বাতি গুলো নিভিয়ে কেক কাটি। আমি মোম বাতি গুলো নিভিয়ে কেক কেটেছিলাম।
I blow out the candles and cut the cake. I blew out the candles and cut the cake.
(আই বো আউট দা ক্যান্ডেলস্ অ্যান্ড কাট দা কেক) (আই বিউ আউট দ্য ক্যান্ডেলস্ অ্যান্ড কাট দ্য কেক)
১) আমি চা খাই না। আমি চা খেতাম না।
I don’t drink tea. I didn’t use to drink tea.
(আই ডোন্ট ড্রিংক টি) (আই ডিডেন্ট ইউজ টু ড্রিংক টি)
৭) তুমি কখন খবরের কাগজ পড়? তুমি কখন খবরের কাগজ পড়েছিলে?
When do you read the newspaper? When did you read the newspaper?
(হোয়েন ডু ইউ রিড দ্য নিউজ পেপার?) (হোয়েন ডিড ইউ রিড দ্য নিউজ পেপার?)
৮)তুমি কি কিছু কিনতে চাও? তুমি কি কিছু কিনতে চেয়েছিলে?
Do you want to buy anything? Did you want to buy anything?
(ডু ইউ ওয়ানট টু বাই এনিথিং?) (ডিড ইউ ওয়ানট টু বাই এনিথিং?)
৯)তুমি কি গান শোনা পছন্দ কর? তুমি কি গান শোনা পছন্দ করতে?
Do you like listening to music? Did you like listening to music?
(ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক?) (ডিড ইউ লাইক লিসেনিং টু মিউজিক?)
১০)তুমি কেন আমার ঘুম ভাঙ্গাও? তুমি কেন আমার ঘুম ভাঙ্গিয়েছিলে?
Why do you disturb my sleep? Why did you disturb my sleep?
(হোয়াই ডু ইউ ডিসটার্ব মাই স্লিপ?) (হোয়াই ডিড ইউ ডিসটার্ব মাই স্লিপ?)
১১)তুমি কি সাঁতার কাটতে জান? তুমি কি সাঁতার কাটতে জানতে?
Do you know how to swim? Did you know how to swim?
(ডু ইউ নো হাউ টু সুইম?) (ডিড ইউ নো হাউ টু সুইম?)
১২)সেকি ইংরেজিতে কথা বলার চেষ্টা করে? সেকি ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছিলো?
Does he try to speak English? Did he try to speak English?
(ডাজ হি ট্রাই টু স্পিক ইংলিশ?) (ডিড হি ট্রাই টু স্পিক ইংলিশ?)
১৩)আপনি কি চুলে কলপ লাগান? আপনি কি চুলে কলপ লাগিয়েছিলেন?
Do you dye your hair? Did you dye your hair?
(ডু ইউ ডাই ইওর হেয়ার?) (ডিড ইউ ডাই ইওর হেয়ার?)
১৮)সে ঘর ঝাড়– দেয়না। সে ঘর ঝাড়– দেয়নি।
She doesn’t sweep the room. She didn’t sweep the room.
(সি ডাজেন্ট সুইপ দ্য রুম) (সি ডিডে ন্ট সুইপ দ্য রুম)
১৯)আমি জানলাটা বন্ধ করি। আমি জানলাটা বন্ধ করেছিলাম।
I close the window. I closed the window.
(আই ক্লোজ দ্য উইনডো) (আই ক্লোজড দ্য উইনডো)
২০)আমি তার সাথে দেখা করতে যাই আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম।
I go to meet him. I went to meet him.
(আই গো টু মিট হিম) (আই ওয়েন্ট টু মিট হিম)
২২)বনের মধ্যে পেঁচা ডাকছে। বনের মধ্যে পেঁচা ডাকছিল।
Owl is hooting in the jungle. Owl was hooting in the jungle.
(আউল ইজ হুটিং ইন দ্য জাঙ্গাল) (আউল ওয়াজ হুটিং ইন দ্য জাঙ্গাল)
২৩)আমরা বনভোজনে যাই আমরা বনভোজনে গিয়েছিলাম
We go to a picnic. We went to a picnic.
(উই গো টু আ পিকনিক) (উই ওয়েন্ট টু আ পিকনিক)
২৪)এখন সাড়ে পাঁচটা তখন সাড়ে পাঁচটা
It is half past five. It was half past five.
(ইট ইজ হাফ পাষ্ট পাইভ) (ইট ওয়াজ হাফ পাষ্ট ফাইভ)
২৫)তাকে সুন্দর দেখাচ্ছে। তাকে সুন্দর দেখাচ্ছিল
She is looking beautiful. She was looking beautiful.
(শী ইজ লুকিং বিউটিফুল) (শি ওয়াজ লুকিং বিউটিফুল)
২৬)আকাশটা তাঁরায় ভরা আকাশাট তারায় ভরা ছিল
The sky is filled with stars. The sky was filled with stars.
(দ্য স্কাই ইজ ফিলড উইথ স্টার্স) (দ্য স্কাই ওয়াজ ফিলড উইথ স্টার্স)
২৭) সে প্রতিদিন সকালে দু ঘন্টা সাতাঁর কাটে সে প্রতিদিন সকালে দু ঘন্টা সাতাঁর কাটত।
He swims every morning for two hours. He used to swim everymorning for two hours.
(হি সুইমস্ এভ্রি মনিং ফর টু আওয়ার্স) (হি ইউজ টু সুইম এভ্রি মর্নিং ফর টু আওয়ার্স)
২৮)আমি গান গেতে জানি না। আমি গান গেতে জানতাম না
I don’t know how to sing. I didn’t know how to sing.
(আই ডোন্ট নো হাউ টু সিংগ) (আই ডিডেন্ট নো হাউ টু সিংগ)
নিচের প্রশ্নগুলো উত্তর দিয়ে দক্ষতা পরীক্ষা করুন-(সবিধার জন্য বইয়ের শেষে কিছু নমুনা উত্তর দেওয়া হল।)
Give a test: –
Test – 1
1. Do you know how to sew?
2. Do you know how to swim?
3. Which kind of special cooking do you know?
4. What do you do when you are hungry?
5. How often do you go to the market?
6. Who is a singer?
7. Who is a cleaner?
8. Who is a shopkeeper?
9. What’s the menu for dinner?
10.What do you like to eat in your breakfast?

Unit 07 – Can ও May দ্বারা সহজ Sentence গঠন
১)তুমি তাকে সাহায্য করতে পার। তুমি তাকে সাহায্য করতে পারতে।
You can help him. You could help him.
(ইউ ক্যান হেলপ হিম) (ইউ কুড হেলপ হিম)
২)তুমি কি বলতে পার কখন সে বাসা তুমি কি বলতে পারতে কখন সে বাসা
থেকে বের হয়? থেকে বের হয়েছিল?
Can you tell me when he leaves home? Could you tell me when he left home?
(ক্যান ইউ টেল মি হোয়েন হি লিভস হোম?) (কুড ইউ টেল মি হোয়েন হি লেফট হোম?)
৩)আমি সময়মত পৌঁছতে পারি। আমি সময়মত পৌঁছতে পারতাম।
I can reach in time. I could reach in time.
(আই ক্যান রিচ ইন টাইম) (আই কুড রিচ ইন টাইম)
মনে হয় মনে হওয়া বা মনে হয়েছিল এরুপ নিম্নে আলোচিত হল, যে কথাগুলো দৈনন্দিন জীবনে সচরাচর ব্যবহৃত হয় সে কথা গুলিই আলোচিত হল।
১) তোমাকে বড় সুখী মনে হয়।
You seen to be very happy.
(ইউ সিম টু বি ভেরি হ্যাপি।)
২) বয়সের তুলনায় আপনাকে ছোট দেখায়।
You look younger than your age.
(ইউ লুক ইয়াংগার দ্যান ইয়র এইজ)
৩) তাকে ধনী মনে হয়।
He seems to be rich.
(হি সিমস্ টু বি রিচ)
৪) বোঝাটিকে ভারী মনে হয়েছিল।
The load seems to be heavy.
(দা লোড সিমড টু বি হেভি)
৫) খাবারটি বাসি মনে হয়।
The food seems to be stale.
(দা ফুড সিমস টু বি স্টেইল)
৬) মাছ গুলোকে পচা মনে হয়।
The fish seem to be rotten.
(দি ফিস সিম টুবি রটেন)
৭) ছেলেটিকে বিস্বস্ত মনে হয় না।
The boy does not seem to be faithful.
(দা বয় ডাজ নট সিম টু বি ফেইথফুল)
৮) তাদেরকে বড় হৃদয়ের মনে হয় না।
They do not seem to be large hearted.
(দেই ডু নট সিম টু বি লার্জ হার্টেড।)
৯) তাকে পরিশ্রমী মনে হয়নি।
He did not seem to be industrius.
(হি ডিড নট সিম টু বি ইনডাসট্রিয়াস)
১০) তাকে কি মেধাবী মনে হয়েছিল?
Did he seem to be meritorious?
(ডিড হি সিম টু বি মেরিটরিয়াস?)
১১) মেয়েটিকে কি বেয়াদব বলে মনে হয়?
Does the girl seem to be impudent?
(ডাজ দা গার্ল সিম টু বি ইমপুডেন্ট)
১২) ছেলেগুলো কে কি চঞ্চল মনে হয়?
De the boys seem to be restless?
(ডু দা বয়জ সিম টু বি রেষ্টলেস্?)
কোন কাজ উচিত অর্থে বুঝাইলে Should ব্যবহার করা হয়।
Sub+Should+main verb
কিন্তু Sentence এ Subject না থাকলে Object টি আকারে বসে +Should be+ মূল Verb এর Past participle হয়। যেমন-
১) তোমার বৃদ্ধ মাতাপিতাকে দেখাশুনা করা উচিত।
You should look after your old Parents.
(ইউ সুড লুক আফটার ইওর ওল্ড প্যারেন্ট্স)
২) আমাদের সময়মত আহার করা উচিত।
We should take meal in time.
(উই সুড টেক মিল ইন টাইম).
৩) কারো বেশি খাওয়া উচিত নয়।
One should not eat more.
(ওয়ান সুড নট ইট মোর)
৪) তার কর্তব্য অবহেলা করা উচিত নয়।
He should not neglect his duty.
(হি সুড নট নেগলেক্ট হিজ ডিউটি)
৫) দুর্নীতি দমন করা উচিত।
Corruption should be checked.
(কররাপশন সুড বি চেক্ট)
৬) গরীবদের সাহায়্য করা উচিত।
The poor should be helped.
(দ্য পুওর সুড বি হেল্পড)
৭) কাজটি করা উচিত।
The work should be done.
(দ্য ওয়ারক সুড বি ডান)

Proverb, Idioms and phrases (প্রবাদ ও বাগধারা)
এই অধ্যায়ে কিছু Proverb, Idioms ও Phrases দেওয়া হল যা কথায় কথায় ব্যবহার করা হয়।
১) চোর পালালে বুদ্ধি বাড়ে
After death comes the doctor.
(আফটার দেথ কামস দা ডকটর)
২)অতি লোভে তাঁতী নষ্ট.
Grasp all loose all.
(গ্র্যাস্প অল লুজ অল)
৩)কর্তার ইচ্ছাই কর্ম
Master’s will is law.
(মাষ্টারস উইল ইজ লও)
৪)যেমন কর্ম তেমন ফল.
As you sow, so you reap
(এ্যাজ ইউ সোও, সো ইউ রিপ)
৫) সবুরে সেওয়া ফলে
Patience has it’s rewards.
(পেইশেন্স হ্যাস ইটস রিওয়ার্ডস)
৬) জ্ঞানই বল
Knowledge is power.
(নলেজ ইজ পওয়ার)
৭) কাজের সময় কাজী কাজ ফুরালেই পাজী.
When the danger is gone, God is forgotten.
(হোয়েন দা ডেনজার ইজ গন, গড ইজ ফরগটেন)
৮) সব ভাল, যার শেষ ভাল
All’s well that ends well.
(অল ওয়েল দ্যাটস এনডস ওয়েল).
৯) বজ্র আঁটুনি ফসকা গেরো
Penny wise, pound foolish.
(পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ)
৮) জোর যার মুলুক তার
Might is right.
(মাইট ইজ রাইট)
১০) গরু মেরে জুতা দান
To rob peter, to pay Poul.
(টু রব পিটার টু পেই পল)
১১) দেখে শুনে পা বাড়াও
Look before you leap.
(লুক বিফোর ইউ লিপ)
১২) যত গর্জে তত বর্ষে না
Barking dog seldom bites.
(বাকিং ডগস্ সেলডম বাইটস)
১৩) উলুবনে মুক্তা ছড়ানো
To cast pearl before swine.
(টু ক্যাস্ট র্পালস্ বিফোর সোয়াইন)
১৪) অতি ভক্তি চোরের লক্ষণ
Too much courtesy, to much craft.
(টু মাচ করটেসি টু মাচ ক্রাফট)
১৫) অতি সন্ন্যাসীতে গাজন নস্ট
Too many cooks spoil the broth.
(টু মেনি কুকস স্পয়েল দা ব্রোথ)
১৬) ন্যাড়া একবারই বেলতলায় যায়।
A burnt child fears the fire.
(আ বার্ন্ট চাইল্ড ফেয়ারস্ দা ফায়ার)
১৭) সব জিনিসেরই সময় আছে।
There is a time for everything.
(দেয়ার ইজে টাইম ফর এভরিথিং)
১৮) মুক্তা থাকে অতুল জলে
Truth lies at the bottom of the well.
(ট্রুথ লাইস এ্যাট দা বটম অফ দা ওয়েল)
১৯) এক হাতে তালি বাজে না
It takes two to make a quarrel.
(ইট টেকস্ টু টু মেক আ কোয়ারেল)
২০) কষ্টেই কেষ্ট পাওয়া যায়
No pain, no gain.
(নো পেইন, নো গেইন)
২১) এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার আশ্রয় নিতে হয়।
One lie leads to another.
(ওয়ান লাই লিডস টু এনাদার)
২২) কাঁটা দিয়ে কাঁটা তোলা।
One nail drives another.
(ওয়ান নেইল ড্রাইভ্স এ্যানাদার)
২৩) মুর্খই মুর্খের কদর করে।
Fools praise fools.
(ফুলস প্রেইজ ফুলস)
২৪) বনগাঁয়ে শেয়াল রাজা।
A dog is a lion in his lane.
(আ ডগ ইজ আ লায়োন ইন হিজ লেন)
Relating to general topics (বিবিধ)
১) সে সূঁই-এ সুতা লাগাইতেছে।
She is threading a piece of thread through the needle.
(শি ইজ থ্রেডিং এ পিস অফ থ্রেড থ্রো দা নিডেল)
২) তোমার আরো সর্তক হওয়া উচিত।
You ought to be more careful.
(ইউ অউট টু বি মোর কেয়ারফুল)
৩) বোবার কোন শত্রু নাই।
A dumb man has no enemy.
(এ ডাম ম্যান হ্যাজ নো এনিমি)
৪) প্রেম অন্ধ।
Love is blind
(লাভ ইজ বাইন্ড)
৫) ভুল বশত এটি হয়েছে।
It was done in advertantly
(ইট ওয়াজ ডান ইন অ্যাডভারট্যান্টলি)
৬) মেয়েটিকে ভূতে পেয়েছে।
The girl possessed by a spirit.
(দি গার্ল ইজ পোসেসড বাই এ স্পিরিট)
৭) আমি তোমার ঘ্যান ও প্যান প্যান ও আর সহ্য করবো না।
I will no longer tolerate your grumbling and mumbling.
(আই উইল নো লংগার টলারেট ইওর গ্রাম্বলিং এ্যান্ড মামবলিং)
৮) মৌনতা সম্মতির লক্ষন।
Silence shows consent.
(সাইলেন্স সোজ কনসেন্ট)
৯) তার স্বাস্হ্য ভাল নেই।
He is not keeping a good health.
(হি ইজ নট কিপিং আ গুড হেলথ)
১০) আপনার স্নেহই আমার প্রেরনা।
Your affection is my inspiration.
(ইওর এ্যাফেকশন ইজ মাই ইনসপাইরেশন)
১১) তোমার জন্য আমার সহানুভূতি রয়েছে।
I have sympathy for you.
(আই হ্যাভ সিমপ্যাথি ফর ইউ)
১২) মন ছোট করো না।
Don’t loose heart.
(ডোন্ট লুজ হার্ট)
১৩)খোদা তাকেই সাহায্য করে যে নিজে চেষ্টা করে।
God helps those who help themselves.
(গড হেলপ্স দোজ হু হেলপ দেমসেলভস)
১৪) নিঃস্বার্থ সেবা করার আনন্দ অনেক।
There is a great joy in selfless service.
প্রয়োজনীয় ইংরেজি শব্দ – Vocabulary
বিভিন্ন পশু-পাখির ডাক:
কোকিলের (Cuckoo) ডাক – Coo (কু)
কাকের (Crow) ডাক – Ca(কা)
পেঁচার (Owl) ডাক – Hoot(হুট)
মৌমাছির ((Bee) ডাক – Buzz/ Hum(বাজ/হাম)
ব্যাঙের (Frog) ডাক – Croak (ক্রক)
ইঁদুরের (Mouse) ডাক – Squeak(স্কুইক)
গরুর (Cow) ডাক – Mow(মো)
গাধার (Donkey) ডাক – Bray(ব্রেই)
বাঘের (Tiger) ডাক – Growl(গ্রোউল)
সিংহের (Lion) ডাক – Roar (রোর)
কুকুরের (Dog) ডাক – Bark (বার্ক)
বিড়ালের (Cat) ডাক – Meow (মিয়াও)
সাপের (Snake) ডাক – Hiss(হিস্)
পাখির (Bird) ডাক – Tweet (টুইট)
শূকরের (Pig) ডাক – Oink (ওইনক)
হাসের (Duck) ডাক – Pack (প্যাক)
মোরগের (Cock) ডাক – Cock (কক)
মুরগীর (Hen) ডাক – Cluck (ক্লাক)
হাতির (Elephant) ডাক – Trumpet(ট্রামপেট)
কিছু বিপরীতার্থক শব্দ দেওয়া হল-
Moral (মোরাল) – নৈতিক | Immoral (ইম্মোরাল) – অবনৈতিক
Always(অলওয়েজ) – সবসময় | Never(নেভার) – কখনও না
Grateful(গ্রেটফুল) – কৃতজ্ঞ | Ungrateful (আনগ্রেটফুল)-অকৃতজ্ঞ
Pleased(প্লিজড) – খুশী হওয়া | Displeased (ডিসপ্লিজড) – অখুশী হওয়া
Real(রিয়েল) – আসল | Unreal (আনরিয়েল) – নকল
Solvent (সলভেন্ট) – ঋণমুক্ত | Insolvent (ইনসলভেন্ট) – দেউলিয়া
Honour (অনার) – মর্যাদা | Dishonour (ডিসঅনার) – অমর্যাদা
Wise (ওয়াইজ) – জ্ঞানী | Unwise(আনওয়াইজ) – মূর্খ
Literate(লিটারেট) – শিক্ষিত | Illiterate (ইললিটারেট) – নিরক্ষর
Willing (উইলিং) – ইচ্ছাকৃতভাবে | Unwilling (আনউইলিং)-অনিচ্ছাকৃতভাবে
Guide(গাইড) – ঠিকভাবে পরিচালনা করা | Misguide (মিসগাইড) – ভুলভাবে পরিচালনা করা
Barren (ব্যারেন) – অনুর্বর | Fertile(ফার্টাইল) – উর্বর
Blunt (বান্ট) – ভোঁতা | Sharp (শার্প) – তীক্ষ্ম
Bright (ব্রাইট) – উজ্জ্বল | Dim (ডিম) – স্তিমিত
Care(কেয়ার) – যত্ন | Neglect (নেগলেক্ট) – অবহেলা
Confess(কনফেস) – স্বীকার করা | Deny(ডেনাই) – অস্বীকার করা
Admire(অ্যাডমায়ার) – প্রশংসা করা | Despise (ডেসপাইস) – ঘৃণা করা
Humble(হাম্বল) – নম্র | Proud (প্রাউড) – গর্বিত
Fine(ফাইন) – সূক্ষ | Coarse(কোয়ার্স) – মোটা
Superior (সুপেরিয়র) – উচ্চস্তরের | Inferior (ইনফেরিয়র) – নিচুস্তরের
Rough (রাফ) – খসখসে | Smooth (স্মুথ) – মসৃণ
Optimist(অপটিমিস্ট) – আশাবাদী | Pessimist(পেসিমিস্ট) -নিরাশাবাদী
Affected(অ্যাফেকটেড) – আক্রান্ত | Unaffected(আনঅ্যাফেকটেড)- অনাক্রান্ত Convenient(কনভেনিয়েন্ট) – সুবিধাজনক Inconvenient(ইনকনভেনিয়েন্ট) অসুবিধাজনক
Prepared(প্রিপেয়ার্ড) – তৈরী | Unprepared (আনপ্রিপেয়ার্ড)- অপ্রস্তুতকৃত
Fortunately(ফরচুনেটলি)- সৌভাগ্যবশত | Unfortunately (আনফরচুনেটলি) – দূর্ভাগ্যবশত
Happy(হ্যাপি) – সুখী | Unhappy (আনহ্যাপি) – অসুখী
Dependent (ডিপেন্ডেন্ট) – পরনির্ভর Independent(ইনডিপেন্ডেন্ট) – স্বনির্ভর
Earthy(আর্দি) – পাথিব | Unearthy (আনআর্দি) – অপার্থিব
Worthy (ওর্দি) – যোগ্য | Worthless(আনওর্দি) – অযোগ্য
কিছু ভিন্ন ধরনের শব্দার্থ দেওয়া হল যা কথোপকথনে বহুল ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন শব্দের অর্থ জানা থাকলে নিজেও বাক্য তৈরি করে কথা চালিয়ে যাওয়া যায়।
Aurora(অরোরা) – মেরুপ্রভা
Anchor (এ্যা ঙ্কর) – নোঙ্গর
Antimony (এ্যান্টিমোনি) – সুরমা
Arsenic (আর্সেনিক) – সেঁকোবিষ
Admire (এ্যাডমায়ার) – প্রসংসা করা
Allot (এ্যালট) – বরাদ্দ করা
Astral(এ্যাস্ট্রাল) – তারকাসন্ধীয়
Aggression(এ্যাগরেশন) – জবর দখল।
Armour (আর্মার) – বর্ম
Author (অথার) – গ্রন্থকার
Atmosphere (অ্যাটমোস্ফেয়ার) – বায়ুমন্ডল
Appetite (এ্যাপেটাইট) – রুচি
Befall (বিফল) – ঘটা
Butcher(বাচার) – কসাই
Beaten paddy(বিটেন প্যাডি) – চিড়া
Ban(ব্যান) – প্রতিবন্ধ
Banish(ব্যানিশ) – তাড়ানো
Blister(বিস্টার) – ফোস্কা
Bargain(বার্গেইন) – চুক্তি করা
Bait(বেইট) – টোপ
Battle(ব্যাটেল) – যুদ্ধ
Brook (ব্রুক) – ছোট নদী
Beckon(বেকন) – হাত দিয়ে ইশারা করা
Bow (বো) – ঝুঁকা
Bribe(ব্রাইব) – ঘুষ
Bury(বারি) – কবরস্থ করা
Bend(বেন্ড) – নোয়ানো
Claim(ক্লেইম) – দাবী
Commodity (কমোডিটি) – পণ্য
Compensation (কম্পেনসেশন) – ক্ষতিপূরণ
Clutch(ক্লাচ) – আঁকড়িয়ে ধরা
Chide (চাইড) – তিরস্কার করা
Cast(কাস্ট) – নিক্ষেপ করা
Cassia(ক্যাসিয়া) – তেজপাতা
Cumin seed(কিউমিনসিড) – জিরা
Coriander seed(করিয়ান্ডারসিড) – ধনিয়া
Cinnamon (সিনামন) – দারচিনি
Currant (কারেন্ট) – কিসমিস
Comment(কমেন্ট) – মন্তব্য
Comedy (কমেডি) – মিলনান্ত
Condolence(কনডোলেন্স) – সমবেদনা
Condemn(কনডেম) – নিন্দাকরা
Chase(চেজ) – তাড়াকরা
Consent (কনসেন্ট) – সুতি
Collapse (কলাপ্স) – ধ্বসেপড়া
Dynasty(ডিন্যাসটি)- রাজবংশ
Dogma (ডগমা) – মতবাদ
Divine(ডিভাইন) – স্বর্গীয়
Dowry(ডাউরি) – পন
Drench(ড্রেঞ্চ) – ভিজানো
Densorotinous(ডেন্সোরোটিনাস) – আক্কেল দাঁত
Dwell(ডোয়েল) – বাস করা
Dispute (ডিসপিউট) – ঝগড়া করা
Danger (ডেনজার) – বিপদ
Diversity (ডাইভারসিটি) – পার্থক্য
Damsel (ড্যামসেল) – অবিবাহিত মেয়ে
Damage (ড্যামেজ) – আঘাত
Dappled (ড্যাপেলড্) – নানা রঙে রঙিন
Delicious (ডেলিশিয়াস) – মজাদার
Defend (ডিফেন্ড) – আত্মরক্ষা করা
Delete (ডিলেট) – মুছে ফেলা
Destroy (ডিস্ট্রয়) – ধ্বংস করা
Dawn (ডন) – ভোর
Dwelling (ডোয়েলিং) – বাসগৃহ
Enviously (এনভিয়াসলি) – ঈর্ষান্বিতভাবে
Ephemeral (এফিমেরাল) – অবিনশ্বর
Eunuch (ইউনাক) – খাজা
Exchange (এক্সচেন্জ) – বদল
Element (এলেমেন্ট) – উপাদান
Excavate (এক্সক্যাভেট) – খনন করা
Echo (ইকো) – প্রতিধ্বনি
Eligible (এলিজিবল) – নির্বাচনের যোগ্য
Entity (এনটিটি) – সত্তা
Erase (ইরেজ) – মুছে ফেলা
Epitaph (এপিট্যাফ) – স্মৃতিস্তম্ভের উপর ক্ষোদিত লিপি
Elect (ইলেক্ট) – বাছাই করা
Edible (এডিবল) – খাওয়ার যোগ্য
Embarrass (এমব্যারাস) – অপ্রিতীকর অবস্থা
Evoke (এভোক) – ধরে রাখা
Envy (ইনভে) – হিংসা
Fabric (ফ্যাবরিক) – কাপড়
Fin (ফিন) – মাছের ডানা
Flesh (ফ্লেশ) – মাংস
Famine (ফ্যামিন) – দূর্ভিক্ষ
Familiar (ফ্যামিলিয়ার) – চেনা
Flee (ফ্লি) – পালিয়ে যাওয়া
Float (ফ্লোট) – ভাসা
Fog (ফগ) – কুয়াশা
Fragment (ফ্র্যাগমেন্ট) – ভাঙ্গা অংশ
Fortune (ফরচ্নু) – ভাগ্য
Fury (ফিউরি) – ক্রোধ
Flicker (ফ্লিকার) – অসমভাবে জলন্ত
Garland (গারল্যান্ড) – ফুলের মালা
Gnat (ন্যাট) – কীট
Gruel (গ্রুয়েল) – ভাতের ফেন
Glamour (গামার) – সোন্দর্য
Gossip (গসিপ) – গল্প করা
Gnarled (নার্ল্ড) – বাঁকানো
Goblet (গবলেট) – হাতল ছাড়া বড় এক ধরনের গাস
Grotto (গ্রোটো) – গুহা
Gust (গাস্ট) – জোরে ধাক্কা
Gambler (গ্যামব্লার) – জুয়াড়ী
Generous (জেনেরাস) – দয়াবান
Garret (গ্যারেট) – চিলেকোঠা
Goldsmith (গোডস্মিথ) – স্বর্ণকার
Hawk (হক) – বাজপাখী
Hymn (হীম) – স্ত্রোতি
Helot (হিলট) – ক্রীতদাস
Hasten (হেসন) – তাড়াতাড়ি
Heinous (হেনাস) – ভয়ানক
Hail (হেইল) – বর্ষন
Hemisphere (হেমিস্ফেয়ার) – অর্ধগোলক
Harass (হ্যারেস) – বিরক্ত করা
Hornet (হর্নেট) – ভিমরুল
Hollow (হলোউ) – ফাঁপা
Hamper (হ্যমপার) – ক্ষতি
Harbor (হারবোর) – বন্দর
Haste (হেষ্ট) – দ্রুত
Hammock (হ্যামক) – এক ধরনের ঝুলন্ত বিছানা
Hue (হিউ) – রং
Harmony (হারমোনি) – একতান
Husky (হাসকি) – কর্কশ
Hysteria (হিসটেরিয়া) – উত্তেজনা
Hood (হুড) – সাপের ফনা
Heel (হিল) – গোড়ালি
Heir (এয়ার) – উত্তরাধিকারী
Hump (হাম্প) – কুজ
Horizon (হরিজন) – দিক চক্রবাল
Heaven (হ্যাভেন) – স্বর্গ
Hell (হেল) – নরক
Holiness (হলিনেস) – পবিত্রতা
Inspiration (ইনশপিরেশন) – প্রেরনা
Imitate (ইমিটেট) – অনুকরন করা
Idol (আইডল) – মূর্তি
Iguana (ইগুয়ানা) – এক ধরনের গেছো টিকটিকি
Immense (ইম্মেন্স) – বিরাট
Itch (ইচ) – চুলকানি
Ivy (আইভি) – এক ধরনের সবুজ পরগাছা
Intensely (ইনটেন্সলি) – তীব্রভাবে
Juvenile (জুভেনাইল) – অল্পবয়সী
Jot (জট) – তাড়াতাড়ি লেখা
Jockey (জোকি) – ঘোড়সওয়ার
Jaw (জও) – চোয়াল
Knob (নব) – হাতল
Knot (নট) – জট
Knock (নক) – টোকা দেওয়া
Kinsfolk (কিনসফোক) – আত্ত্বীয়
Lap (ল্যাপ) – কোল
Layer (লেয়ার) – স্তর
Larva (লার্ভা) – সদ্যজাত পোকামাকড়
খবমবহফ (লেজেন্ড) – পুরানো কাহিনী
Luminate(লুমিনেট) – আলো ছড়ানো
Limit (লিমিট) – সীমা
Livid (লিভিড) – নীলাভ রং
Lure (লিউর) – টোপ
Luxury (লাক্সারী) – অপ্রয়োজনীয় বিলাস দ্রব্য
Loyal (লয়াল) – বিশ্বাসী
Lynx (লিংক্স) – ব্যগ্রশ্রেনীর একধরনের পশু
symble(লিম্বস) – অঙ্গ প্রত্যঙ্গ
Middleman (মিডলম্যান) – ঘটক
Monument (মনুমেন্ট) – মিনার
Meteor (মিটিওর) – উল্কা
Mansion (ম্যানশন) – বৃহদাকার বাড়ি
Mare (মেয়ার) – ঘোটকী
Meditation (মেডিটেশন) – ধ্যান
Mason (ম্যাশন) – রাজমিস্ত্রী
Molasses (মোলাসিস) – গুড়
Moustache (মোস্ট্যাচ) – গোঁফ
Mercy (মারসি) – দয়া
Modern (মর্ডান) – আধুনিক
Motive (মোটিভ) – কারন
Mute (মিউট) – শব্দহীনতা
Mutton (মাটন) – ভেড়ার মাংস
Mutter (মাটার) – আস্তে কথা বলা/ বিড়বিড় করা
Nod (নড) – মাথা নাড়ানো
Nook (নুক) – কোনা
Novel (নোভেল) – উপন্যাস
Notify (নোটিফাই) – জানানো
Noxious(নোক্সিয়াস) – ক্ষতিকর
Nocturnal (নকটারনাল) – নিশাচর
Native (নেটিভ) – নিজদেশীয়
Neglect (নেগলেক্ট) – অবহেলা করা
Nature (ন্যাচার) – প্রকৃতি
Naval (ন্যাভাল) – নাভি
Nostrils(নোসট্রিল্স) – নাকের ছিদ্র
Novelist(নভেলিষ্ট) – ঔপন্যাসিক
Oath(ওথ) – শপথ
Oasis(ওয়াসিস) – মরুদ্যান
Odour (ওডোর) – গন্ধ
Optimist (অপটিমিষ্ট) – আশাবাদি
Oral (ওরাল) – মৌখিক
Overthrow(ওভারথ্রো) – পরাজিত করা
Octagon(ওক্টাগন) – আট বাহু বিশিষ্ট আক…তি
Provoke (প্রোভোক) – কুপিত
Presage (প্রিসেজ) – পূর্বাভাস দেয়া
Petal (পেটাল) – ফুলের পাপড়ি
Purchase (পারচেস) – কেনা কাটা
Purification (পিউরিফিকেশন) – শুদ্ধি করণ
Palate(প্যালেট) – তাল
Pore (পেয়ার) – লোমকূপ
Pus (পাস) – পুঁজ
Pleader (পিডার) – উকিল
Plan (প্ল্যান) – পরিকল্পনা
Phantom (ফ্যান্টম) – ছায়ামূর্তি
Praise (প্রেইস) – প্রশংসা করা
Pseudo (সিউডো) – ছদ্ম
Partake (পারটেক) – অংশ নেয়া
Plait (প্লেইট) – চুলের বেণী
Philosopher (ফিলোসোফার) – দার্শনিক
Portrait (পোট্রেইট) – ছবি
Precious (প্রেশিয়াস) – মূল্যবান
Petrify (পেটরিফাই) – পাথরে পরিণত করা
Purity(পিউরিটি) – পবিত্রতা
Qualm (কুয়াম) – নিজ সম্পর্কে সন্দেহ
Quote (কুয়োট) – বর্ণনা করা
Quench (কুয়েঞ্চ) – পিপাসা মেটানো
Quicksand (কুয়িকস্যান্ড) – চোরাবালি
Quixotic (কুইকসোটিক) – উঞগ¢ট
Quit (কুইট) – ত্যাগ করা
Quotient (কোশেন্ট) – ভাগফল
Raiment (রেমেন্ট) – পরিচ্ছদ
Raft(র্যাফট) – নৌকা
Render (রেন্ডার) – সমার্পন করা
Remedy (রেমেডি) – প্রতিকারক
Rouge (রোউগ) – শয়তান
Risky (রিস্কি) – ঝুঁকিপূর্ণ
Row (রোউ) – নৌকা চালান
Rapid (র্যাপিড) – দ্রুত
Radiate (রেডিয়েট) – আলো ছড়ানো
Rage (রেইজ) – রাগ
Realm (রিয়েল্ম) – জায়গা
Relax (রিল্যাক্স) – আরাম করা
Remove (রিমুভ) – সরানো
Rhapsody (র্যাপসোডি) – সুর
Rumour (রিউমার) – গুজব
Roam (রোম) – ঘুরে বেড়ানো
Ribbon (রিবন) – ফিতা
Rib (রিব) – পাজর
Sheepish (শিপিশ) – ভিতু
Slay (স্লেই) – হত্যাকারী
Sociable (সোসিয়েবল) – মিশুক
Solemn (সোলেম) – গম্ভীর
Suckle (সাকেল) – স্তন্য পান করানো
Swell (সয়েল) – স্ফীত হওয়া
Slink (স্লিঙ্ক) – সরে পড়া
Stride (স্ট্রাইড) – লম্বা পা ফেলে চলা
Shrub (শ্রাব) – গুল্ম
Severe (সীভিয়র) – প্রখর
Serpent (সার্পেন্ট) – সাপ
Solicitude (সলিসিটিউড) – উদ্বেগ
Solitary (সলিটারি) – নির্জন
Shallow (শ্যালও) – অগভীর
Starve (স্টার্ভ) – উপবাস করা
Sore (সোর) – ব্রণ
Saffron (স্যাফরন) – জাফরাণ
Sigh (শাই) – দীর্ঘ শ্বাস ফেলা
Spice (স্পাইস) – মসলা
Sieve (সীভ) – চালুনি
Sight (সাইট) – দৃশ্য
Slaughter (স্লটার) – জবাই করা
Shrine (শ্রিন) – পবিত্র কোন স্থান
Stale (স্টেল) – বাসি
Stink (স্টিংক) – দূর্গন্ধ ছড়ানো
Seethe (সিথ) – সিদ্ধ হতে থাকা
Savage (স্যাভেজ) – বণ্য
Sapphire (স্যাফায়ার) – নীলা পাথর
Scent (সেন্ট) – গন্ধ
Scrub (স্ক্রাব) – ঘষে ঘষে মুছা
Sanctuary (স্যাংকচুয়েরী) – পবিত্র স্হান
Shadow (শ্যাডো) – ছায়া
Shiver (শিভার) – কাঁপা
Solid (সলিড) – কঠিন
Sphere (স্ফেয়ার) – গোলক
Sojourn (সোজান) – প্রবাসবাস করা
Suspense (সাসপেন্স) – দুশ্চিন্তা
Syrup (সিরাপ) – ফলের রস
Sombre (সোম্বার) – শোকঘন
Twilight (টুইলাইট) – গোধুলি
Thrive (থ্রাইভ) – সতেজ হয়ে ওঠা
Trim (ট্রিম) – সাজানো
Trivial (ট্রিভিয়াল) – অধম
Troublesome (ট্রাবলসাম) – ঝামেলাকর
Twinkle (টুইঙ্কেল) – ঝিকমিক করা
Trio (ট্রাইও) – শিক্ষানবীশ
Tolarate (টোলারেট) – সহ্য করা
Talent (ট্যালেন্ট) – প্রতিভা
Twig (টুইগ) – গাছের ডাল
Twist (টুইস্ট) – বাঁকানো
Trash (ট্র্যাশ) – আবর্জনা
Tomb (টম) – কবর
Terminate (টার্মিনেট) – ধবংস করা
Tatter (ট্যাটার) – নষ্ট হয়ে যাওয়া
Triumph (ট্রায়াম্প) – বিজয়ী
Turban (টারবান) – পাগড়ি
Udder (আডার) – পশুর স্তন
Ultra (আলট্রা) – অতি
Utter (আটার) – উচ্চারন
Unworthy (আনওর্দি) – অযোগ্য
Ultimate (আলটিমেট) – শেষ
Ulcer (আলসার) – ক্ষত
Vague (ভেগ) – অস্পষ্ট
Valid (ভ্যালিড) – গহণযোগ্য
Vessel (ভেসেল) – পাত্র
Vehicle (ভিহিকল) – যান
Vanity (ভ্যানিটি) – মিথ্যাগর্ব
Value (ভ্যালু) – মূল্য
Voyage (ভয়েজ) – ভ্রমণ
Vulture (ভালচার) – শকুন
Weave (উইভ) – বোনা
Wring (রিং) – মোচড়ানো
Widow (উইডোউ) – বিধবা
Wander (ওয়ান্ডার) – উদ্দেশ্যহীণভাবে ঘোরা
Wig (উইগ) – পরচুলা
Whirl (উইর্ল) – ঘুরা
Woe (ঔ) – দুঃখ
Wrist(রিষ্ট) – কব্জি
Wry (রাই) – বক্র
Xenophobia (জেনোফোবিয়া) – বিদেশীদের প্রতি ঘৃণা
Xylophone (জাইলোফোন) – এক ধরনের বাদ্যযন্ত্র
Xanthic (জ্যানথিক) – পিতবর্ণ
Xylography (জাইলোগ্র্যাফি)- কাঠে খোদাই করা বিদ্যা
Yawn (এয়ান) – হই তোলা
Yarn ইয়ার্ন) – সুতা
Yolk (ইয়োক) – ডিমের কুসুম
Yelp (ইয়েলপ) – চিৎকার করা
Zodiac (জোডিয়াক) – রাশিচক্র
Zoom (জুম) – অত্যন্ত দ্রত বেগে চলা
Zeal (জিয়েল) – অগ্রহ
Zig-Zag (জিগ জাগ) – আঁকাবাঁকা
Zest (জেস্ট) – উৎসাহ
Zoologist জিউলোজিস্ট) – প্রাণীতত্ত্ববিদ

Conversations (কথোপকথন)
Movement in the road – রাস্তায় চলাচল সম্পর্কে কিছু উক্তি
১) আস্তে গাড়ি চালান।
Drive slowly.
(ড্রাইভ স্লোলি)
২) কারন মোড়টা বিপদজনক।
Because the curve is dangerous.
(বিকজ দি কার্ভ ইজ ডেননজারাস)
৩) এখানে পার হও।
Cross here.
(ক্রস হিয়ার)
৪) এখানে গাড়ি দাড় করাবেন না।
No parking here.
(নো পার্কিং হিয়ার)
৫) এই রাস্তাটি কোন দিকে যায়?
Where does this road lead to?
(হোয়্যার ডাজ দিস রোড লিড টু?)
৬) এই রাস্তাটা মীরপুরে যায়।
This road leads to Mirpur.
(দিস রোড লিডস টু মীরপুর)
৭) এই রাস্তায় পকেট মার হইতে সাবধান।
Beware of pickpockets in this road.
(বিওয়্যার অফ পিকপকেটস্ ইন দিস রোড)
৮) সাবধানে চলুন।
Walk cautiously.
(ওয়াক কসাসলি)
৯) রাস্তাটা দেখাতে পারবেন?
Can you show me the way?
(ক্যান এই সও মি দা ওয়ে?)
১০) ভারী যানবাহন এই রাস্তায় চলাচল নিষিদ্ধ।
Heavy vehicles are not allowed here.
(হেভি ভিয়েকলস্ আর নট এলাউড হেয়ার)
১১) বাজারে যাওয়ার রাস্তাটা দেখাও।
Show me the way to go to the market.
(সোও মি দা ওয়েই টু গো টু দা মারকেট)
১২) প্রথমে সোজা যাও তার পর ডানে রাস্তায় যাবে তারপর সামনের একটা গলি পার হলেই বাজারে পৌছে যাবে।
Go straight first then turn right and go ahead after that the market is at the end of the lane.
(গো স্ট্রেইট ফার্সট দেন টার্ন রাইট এ্যান্ড গো এ্যাহেড আফটার দ্যাট দি মার্কেট ইজ এ্যাট দা এন্ড অফ দা লেইন।)
১৩) ব্যক্তিগত গাড়িটি বাসটিকে অতিক্রম করল।
The private car overtook the bus.
(দা প্রাইভেট কার ওভারটুক দা বাস)
১৪) বালকটি গাড়ি চাপা পড়ল।
The boy was run over by a car.
(দা বয় ওয়াজ রান ওভার বাই আ কার)
১৫) পোষ্ট অফিসের পথটা বলতে পারেন?
Can you tell me the way to the post office?
(ক্যেন ইউ টেল মি দা ওয়েই টু দা পোস্ট অফিস?)
১৬) এ সময় এই রাস্তায় প্রচন্ড ভীর হয়।
There is a great rush in this street at this time.
(দেয়ার ইজ এ গ্রেইট রাস ইন দিস স্ট্রিট অ্যাট দিস টাইম)
Hospital based conversations: হসপিটাল সম্পর্কিত
১) ইমার্জেন্সি ওয়ার্ড কোথায়?
Where is the emergency ward?
(হয়ার ইজ দা এমারজেন্সি ওয়ার্ড?)
২) আমি তাকে হাসপাতালে ভর্তি করতে চাই।
I want to admit him in the hospital.
(আই ওয়ান্ট টু এ্যাডমিট হিম ইন দা হসপিটাল)
৩) ডাক্তার রোগীটার নাড়ি দেখলেন।
The doctor felt the pulse of the patient.
(দা ডক্টর ফেল্ট দা পাল্স অফ দা পেসন্টে)
৪) তার নাড়ী একটু গরম হচ্ছে।
His pulse is slightly excited.
(হিজ পাল্স ইজ স্লাইটলি এক্সাইটেড)
৫) তার জ্বর বাড়ছে।
His temperature is rising.
(হিজ টেমপারেচার ইজ রাইজিং)
৬) হাত পা কামড়ানো।
Biting pain in the limbs.
(বাইটিং পেইন ইন দা লিম্বস)
৭) তার কম্প দিয়ে জ্বর এসেছে আর কাশিও আছে।
He is attacked with shivering fever and also have some cough.
(হি ইজ এ্যাটাক্ট উইথ সিভারিং ফিভার এ্যান্ড অলস হ্যাভ সাম কাফ)
৮) এক্সরে করতে কোথায় যেতে হবে?
Where is the x-ray department?
(হোয়্যার ইজ দা এক্সরে ডিপার্টমেন্ট?)
৯) তার আঘাত লেগেছে।
He is hurt.
(হি ইজ হার্ট)
১০) তার ড্রেসিং করা দরকার।
He needs dressing.
(হি নিডস্ ড্রেসিং)
১১) মেয়েটার মুখে ব্রন।
The girl has pimple on her face.
(দা গার্ল হাজ পিমপল অন হার ফেইস)
১২) আজ রোগীটা অনেকটা সুস্থ।
Today the patient is much better.
(টুডেই দা পেসেন্ট ইজ মাচ বেটার)
Law based conversations: আইনসংক্রান্ত বিষয়
১) তিনি খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন।
He was accused of murder.
(হি ওয়াজ এ্যাকিউসড অফ মার্ডার)
২) দিন দিন আইন শৃঙ্খলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
The law and order situation is worsening day by day.
(দা ল্য এন্ড অর্ডার সিচুয়েশন ইজ ওর্সেনিং ডেই বাই ডেই।)
৩) আমরা ন্যায় প্রিয় নাগরিক।
We are law abiding citizens.
(উই আর ল এ্যাবাইডিং সিটিজেনস্)
৪) সত্যের জয় অনিবার্য।
Truth always triumphs.
(ট্রুথ অলওয়েজ ট্রাইয়ামস্)
৫) সে দুইদিন হাজতে ছিল।
He was in the lock up for two days.
(হি ওয়াজ ইন দা লক আপ ফর টু ডেইজস)
৬) দুদিন পর সে জামিনে ছাড়া পায়।
He was bailed out after two days.
(হি ওয়াজ বেইল্ড আউট আফটার টু ডেইজ)
৭) ট্রাফিক আইন মেনে চলা উচিত।
You should abide by traffic laws.
(ইউ সুড এ্যাবাইড বাই ট্রাফিক লওজ)

Conversations (কথোপকথন) Part-2
At a shoe store (জুতার দোকানে)
Customer: Would you please show me some pair of shoes of new designs?
(উড ইউ প্লিজ শোউ মি সাম পেয়ার অফ শুজ অফ নিউ ডিজাইনস?)
দয়া করে নতুন ডিজাইনের কিছু জুতা দেখাবেন?
Shopkeeper: Here are some new designs. They come in numbers from 36 to 42?
(হেয়ার আর সাম নিউ ডিজাইনস। দেই কাম ইন নাম্বারস, ফ্রম ৩৬ টু ৪২।)
এই যে কিছু নতুন ডিজাইনের।এগুলো ৩৬ থেকে ৪২ নাম্বারের পাওয়া যাবে।
Customer: I like this one. But it is small?
(আই লাইক দিস ওয়ান, বাট ইট ইজ স্মল)
আমার এটা পছন্দ হয়েছে , তবে এটা ছোট।
Shopkeeper: We have bigger ones too. Tell me the number you want.
(উই হ্যাভ বিগার ওয়ানস্ টু। টেল মি দা নাম্বার ইউ ওয়ান্ট)
আমাদের কাছে বড়ও আছে। বলুন কোন নাম্বারের চান।
Customer: Number thirty-seven?
(নাম্বার থার্টি সেভেন)
সাতত্রিশ নাম্বার।
Shopkeeper: Will this do?
(উইল দিস ডু?)
এটা চলবে?
Customer: The number is correct. But it’s a little tight. Show me the next number. And do you have the same type, but the front a little pointed?
(দা নাম্বার ইজ কারেক্ট। বাট ইটজ আ লিটল টাইট। শো মি দা নেক্সট নাম্বার। এ্যান্ড ডু ইউ হ্যাভ দা সেম টাইপ, বাট দা ফ্রন্ট আ লিটিল পয়েন্টেড?)
নাম্বার ঠিকই আছে কিন্তু এটা একটু চাপা। পরের নাম্বারটা দেখান। আর আপনার কাছে এরকমই কিন্তু সামনের দিকটা আর একটু চোখা পাওয়া যাবে?
Shopkeeper: Yes. Look, will this do?
(ইয়েস। লুক, উইল দিস ডু?)
আছে। দেখেন এটা চলবে?
Customer: Yes. This is good. Does this come in other colours? If yes, I would like the same type in brown.
(ইয়েস। দিস ইজ গুড। ডাজ দিস কাম ইন আদার কালার্স? ইফ ইয়েস, আই
উড লাইক দা সেম টাইপ ইন ব্রাউন।)
হ্যা। এটা ভাল। এটা কি অন্য রঙেরও আছে? যদি থাকে, তাহলে আমি এই ধরনেরই খয়েরি রং নিব।
Shopkeeper: We are sorry. This one only comes in black. We have brown shoes but in other designs. Would you like me to show you?
(উই আর সরি। বাট দিস ওয়ান ওনলি কমস্ ইন ব্যাক। উই হ্যাভ ব্রাউন সুজ বাট ইন আদার ডিজাইনজ। উড ইউ লাইক মি টু শো ইউ?)
আমরা দুঃখিত। এটার শুধু কালো রংই আছে। আমাদেও কাছে খয়েরী রঙের আছে তবে অন্য ডিজইনের। আপনি কি দেখতে চান?
Customer: No, I’m taking this one?
(নো। আয়ম টেকিং দিস ওয়ান।)
না,আমি এটাই নিচ্ছি।
At a Grocer’s shop (মনোহারির দোকানে)
Customer: Excuse me, do you have a fine quality of polao rice?
(এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এ ফাইন কোয়ালিটি অফ পোলাও রাইস?)
শুনুন, আপনার কাছে কি উন্নতমানের পোলাও এর চাল হবে?
Grocer: Yes, I have?
(ইয়েস, আই হ্যাভ)
হ্যা, আমার কাছে আছে।
Customer: What’s the price?
(হোয়াটস্ দা প্রাইস?)
দাম কত?
Grocer: 30 taka a kilo. But if you take more than 5 kilos, you’ll get 2 taka discount?
(৩০ টাকা এ কিলো বাট ইফ ইউ টেক মোর দ্যান ৫ কিলোস, ইওল গেট ২ টাকা ডিসকাউন্ট)
এক কিলো ৩০ টাকা কিন্তু আপনি ৫ কিলোর বেশি নিলে আপনার ২ টাকা কম লাগবে)
Customer: I shall take no more than 5 kilos.
(আই শ্যাল টেক নট মোর দ্যান ৫ কিলোস)
আমি ৫ কিলোর বেশি নেব না।
Grocer: Would you like anything else?
(উড ইউ লাইক এনিথিংগ এলস্?)
আপনার আর কিছু দরকার?
Customer: Yes, I would like to buy some tea, spices and butter too. What is the price of one packet of tea?
(ইয়েস আই উড লাইক টু বাই সাম টি, স্পাইসেজ অ্যান্ড বাটার টু। হোয়াট ইজ দা প্রাইজ অফ ওয়ান প্যোকেট অফ টি?)
হ্যা আমার কিছু চা, মশলা আর মাখনও লাগবে। এক প্যাকেট চায়ের দাম কত?
Grocer: Twelve taka?
(টুয়েল্ভ টাকা)
বার টাকা।
Customer: Twelve taka? Why? Don’t you sell at the controlled rte?
(টুয়েল্ভ টাকা? হোয়াই? ডোন্ট্ ইউ সেল এ্যাট দা কনট্রোলড রেট?)
বার টাকা? কেন? আপনি কি নিয়ন্ত্রিত মূল্যে বেচেন না?
Grocer: Sorry, except for a few commodutues there is hardly any profit. We have nothing to do.
(সরি, এক্সেপ্ট ইন আ ফিউ কমোডিটিজ দেয়ার ইজ র্হ্ডালি এনি প্রোফিট। উই হ্যাভ নাথিং টু ডু)
দুঃখিত । কিছু জিনিসপত্র বাদে বাকি গুলোতে কোন লাভ হয় না। আমাদের কিছু করার নাই।
এবার কেনাকাটার বাইরে কিছু কথোপকথন:
At a Beauty Parlour: (বিউটি পার্লারে)
Customer: Excuse me. I would like to cut my hair and then dye also. Start with the cutting.
(এক্সকিউস মি। আই উড লাইক টু কাট মাই হেয়ার এ্যান্ড দেন ডাই অলসো। স্টার্ট উইথ দা কাটিং)
শুনুন। আমি আমার চুল কাটতে চাই আর চুলের রঙও বদলাতে চাই। কাটা দিয়ে শুরু করুন।
Beautician: What type of cut would you like?
(হোয়াট টাইপ অফ কাট উড ইউ লাইক?)
কি ধরনের কাটা আপনি চান?
Customer: Something that will go with my face. Can you suggest anything?
(সামথিংগ দ্যাট উইল গো উইথ মাই ফেস। ক্যান ইউ সাজেস্ট এনিথিংগ?)
যা আমার মুখের সঙ্গে মানাবে। আপনি কোন কি কোন কিছু বলতে পারেন?
Beautician: Let’s see, a bob will do fine.
(লেট্স সি, আ বব উইল ডু ফাইন।)
দেখি, বব ভালই হবে।
Customer: All right, I want that?
(অল রাইট। আই ওয়ান্ট দ্যাট)
ঠিক আছে। আমি সেটাই চাই।
Beautician: And what colour do you want to dye your hair?
(এ্যান্ড হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট টু ডাই ইওর হেয়ার?)
আর আপনার চুলে কি রং লাগাতে চান?
Customer: Light brown?
(লাইট ব্রাউন)
হাল্কা খয়েরী।
Beautician: All right?
(অল রাইট)
ঠিক আছে।
Customer: And one more thing. I want to apply henna on my hands. But the design must be very beautiful.
(এ্যান্ড ওয়ান মোর থিং। আই ওয়ান্ট টু এ্যাপাই হেনা অন মাই হ্যান্ডস্। বাট দা ডিজাইন মাস্ট বি ভেরি বিউটিফুল।)
আর একটা জিনিস। আমি হাতে মেহেদী লাগাতে চাই। কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হতে হবে।
Beautician: Don’t worry. We have professional designers to do this?
(ডোন্ট ওয়ারি। উই হ্যাভ প্রফেশনাল ডিজাইনার্স টু ডু দিস।)
চিন্তা নেই। আমাদের কাছে দক্ষ ডিজাইনার রয়েছে এ কাজের জন্য।
Customer: Good?
(গুড।)
ভাল।
Beautician: Starting now. I’m sure that you’ll enjoy our service.
(স্টার্টিং নাউ। আয়াম শিওর দ্যাট ইওল ইনজয় আওয়ার সার্ভিস।)
শুরু করতে যাচ্ছি। আমি নিশ্চিত যে আমাদের কাজ আপনার পছন্দ হবে।
In The Kitchen (রান্নাঘরে)
Daughter: What are you doing in the kitchen mother?
(হোয়াট আর ইউ ডুইং ইন দা কিচেন মাদার?)
মা তুমি রান্নাঘরে কি কর?
Mother: I’m kneading flour into drought.
(আয়াম নিডিং ফ্লোয়ার ইন্টু ড্রাউট)
আমি ময়দা মাখছি।
Daughter: Where is the maid serveant. Is she busy?
(হয়্যার ইজ দা মেইড সার্ভেন্ট? ইজ সি বিজি?)
কাজের মেয়েটি কোথায়? সে কি ব্যস্ত?
Mother: Yes she is. She is straining the rice gruel?
(ইয়েস সি ইজ। সি ইজ স্ট্রেইনিং দা রাইস গ্র“য়েল)
হ্যা সে ব্যস্ত। সে ভাতের ফেন ফেলছে।
Daughter: What is for breakfast today?
(হোয়াট ইজ ফর ব্রেকফাষ্ট টুডেই?)
আজকের প্রাতরাশ কি?
Mother: Would you like bread? I shall prepare bread, vegetables and a sweet dish?
(উড ইউ লাইক ব্রেড? আই শ্যাল প্রিপেয়ার ব্রেড, ভেজিপেবল্স এ্যান্ড আ সুইট ডিশ)
তুমি কি রুটি পছন্দ করবে? আমি রুটি, সবজি ও মিষ্টি কিছু বানবো।
Daughter: I would like parathas, egg and French fries.
(আই উড লাইক পারাথাস, এগ এ্যান্ড ফ্রেন্চ ফ্রাইস।)
আমি পরোটা, ডিম আর ফ্রেন্চ ফ্রাই পছন্দ করি।
Mother: But your father can’t tolarate rich dishes.
(বাট ইওর ফাদার কান্ট টলারেট রিচ ডিশেস)
কিন্তু তোমার বাবার গুরুপাক খাদ্য সহ্য হয় না।
Daughter: What will he have?
(হোয়াট উইল হি হ্যাভ?)
তিনি কি খাবেন?
Mother: He will be given chicken broth and rice.
(হি উইল বি গিভেন চিকেন ব্রথ এ্যান্ড বাইস)
তাকে মুরগীর ঝোল দিয়ে ভাত দিওয়া হবে।
Daughter: What is Ali doing?
(হোয়াট ইজ আলী ডুইং?)
আলী কি করছে?
Mother: He is peeling potatoes?
(হি ইজ পিলিং পটেইটোজ)
সি আলুর খোসা ছাড়াচ্ছে।
Daughter: Shall I help you mother?
(শ্যাল আই হেল্প ইউ মাদার?)
মা, আমি কি তোমাকে সাহায্য করব?
Mother: Yes please. Serve rice on the plate?
(ইয়েস পিজ। সার্ভ রাইস অন দা পেইট।)
হ্যা, থালায় ভাত পরিবেশন কর।
Daughter: Mommy, rice have been over boiled.
(মামি, রাইস হ্যাভ বিন ওভার বয়েল্ড)
মা, ভাত বেশী সিদ্ধ হয়ে গিয়েছে।
Mother: Yes, because your father likes it like that.
(ইয়েস, বিকজ ইয়র ফাদার লাইক্স ইট লাইক দ্যাট।)
হ্যা, কারন তোমার বাবা ওরকমই পছন্দ করেন।
Daughter: The potato curry hasn’t been enough salted. And the fish curry hasn’t been properly spiced.
(দা পটেইটো কারি হ্যাজেন্ট বিন এনাফ সল্টেড। এ্যান্ড দা ফিশ কারি হ্যাজেন্ট বিন প্রপার্লি স্পাইস্ড)
আলুর তরকারিতে লবণ কম হয়েছে। এবং মাছের তরকারিতে ঠিকমত মসলা পড়ে নাই।
Mother: Because your father has a flatulent stomach.
(বিকজ ইওর ফাদার হ্যাজ এ ফ্ল্যাটুলেন্ট স্টমাক)
কারন তোমার বাবার পেট ফেঁপেছে।
Daughter: Potatoes are a regular feature of our meals. What new dish is made today?
(পটেইটোস আর এ রেগুলার ফিচার অফ আওয়ার মিল্স। হোয়াট নিউ ডিশ ইজ মেড টুডেই?)
আমাদের বাড়িতে তো রোজ আলু রান্না হয়। আজ নতুন কি রান্না হয়েছে?
Mother: I wanted to make a sweet dish but the milk has turned sour.
(আই ওয়ান্টেড টু মেক আ সুইট ডিশ বাট দা মিল্ক হ্যাজ টার্নড সোউর)
আমি একটি মিষ্টি জাতীয় খাবার রান্না করতে চেয়েছিলাম কিন্তু দুধ ফেটে গিয়েছে।
Daughter: No problem. I’m getting fat. I think I should eat less sweet?
(নো প্রবলেম। আয়াম গেটিং ফ্যাট। আই থিংক আই শুড ইট লেস সুইট।)
কোন অসুবিধা নেই। আমি মোটা হয়ে যাচ্ছি। আমার মনে হয় আমার কম মিষ্টি খাওয়া উচিত।

দৈনন্দিন ব্যবহৃত কিছু বাক্য শেখা
জীবন সম্বন্ধে কয়েকটি সুন্দর উক্তি:
Life is a pleasure – enjoy it.
Life is a dream – watch it.
Life is a story – read it.
Life is an anxiety – overcome it.
Life is a tragedy – accept it.
Life is a struggle – win it.
Life is a poem – recite it.
Life is a stage – decorate it.
Life is a play – act in it.
Life is a game – play it.
দৈনন্দিন জীবনে ব্যবহারের কিছু সম্ভাষণ এবং তার ব্যবহার English to English দেওয়া হল:
1. What is the time?
(a simple request speaking to a friend)
1. Can you tell me the time please?
2. (a polite request)
3. Could you tell me the time please?
(‘could’ is a little more polite than ‘can’ and is used to speak to unknown persons)
1. Excuse me…
(a polite way of getting someone’s attention)
ইংরেজী বলা অভ্যাস করার জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করা হল। এগুলি যতবার সম্ভব বলুন এবং এর সঙ্গে সম্ভাব্য উত্তর করুন। তাতে আপনার ইংরেজী কলার অভ্যাস বাড়বে ও ভালমত বলতে পারবেন। সবিধার জন্য বইয়ের শেষে কিছু নমুনা উত্তর দেওয়া হল।
Give a test in English to English to improve your speaking skill:
1. What is your father?
2. What do you want?
3. How do you know his name?
4. Whom do you wish to see?
5. What’s wrong with you?
6. What makes a man happy?
7. When do you plan to visit your father?
8. What did you think?
9. What did you ask?
10. What did you say?
11. What are you doing?
12. When are you leaving?
13. What did he buy?
14. What time did you call me?
15. What is your hobby?
16. What did she say?
17. Who went out?
18. What do you think about the idea?
19. Why did you go out?
20. Where are you going?
Answers:
1. My father is an engineer.
2. I want to purchase a dress.
3. I asked him.
4. I wish to see my brother who lives abroad.
5. Nothing is wrong with me.
6. A smooth, simple and beautiful life can make a man happy.
7. Next month.
8. I thought that the lower was beautiful.
9. I asked the location of the National Bank.
10. I said that the weather is fine.
11. I’m pruning my roses.
12. I’m leaving tomorrow for Dhaka.
13. He bought a bicycle.
14. I called you at 7 pm.
15. My hobby is gardening.
16. She said that she was happy.
17. My mother went out.
18. I think that the idea is splendid.
19. I went out to get the newspaper.
20. I’m going to visit my friend.

Upwork (Cover Letter) for Graphics Design/Logo Design/Banner Design

Upwork (Cover Letter) for Graphics Design/Logo Design/Banner Design

Hello
I am “Your Name”. I have completed “my Diploma in Graphics Design” and “Text Illusion” from “Any University Name” or “Training Company Name”. For the past few years I have designed many logos, banners, 3D textures, AutoCAD, Cartoons etc. Some samples have been posted in my portfolio area and my work history area. Please have a look to measure my quality.
From your job description area, I have come to know that you need a unique design for your “new/existing” company. Actually, Graphics is the soul of a website and permanent branding of a company. I can strongly assure you that I will be able to provide you according to your desire.
You will find so many so called designers in the web who even do not know the color combination and structure. I do not want you to be cheated by them. You are in a right place and person. Hopefully I will be hired in this project. I am highly experienced in Adobe Photoshop, 2. Adobe Illustrator, 3. Adobe Flash, 4. ln Design, 5. Text Design Pro
I am waiting for your response. I am able to use all types of communication methods and able to maintain your time schedule during the project is on.

Regards:
“Your Name”

Profile Overview

Profile Overview
Your expected mobile application goal product will come out into real world with me

As a 24/7 hardworking professional with 7+ years of experience in various programming fields. I feel very proud to present myself and my skill-sets in one of the world’s best online-working marketplace.
In those years, I had a few good opportunities to work with big companies and to help a few start-ups and other medium sized mobile and web agencies.

My key skills and abilities include (not limited to)
1) Native Mobile Applications – iOS (Objective C, Swift), Android (Java)
2) Hybrid Mobile Applications – Xamarin (C#), PhoneGap Cordova (Ionic)
3) Mobile Games (2D/3D)
iOS – Cocos2d/3d, OpenGLES
Android – AndEngine, cocos2d-java, opengles
Cross – Unity2d, cocos2d-x, corona, HTML5 (both canvas, dom manipulation)
4) Web (both frontend and backend) Javascript, CSS3, HTML5 PHP, MySQL (with Doctrine), JSP, NET, YII, Webservices, AJAX, RESTful, XML
5) Collaboration
Skype, Google Hangouts, Slack, Trello, Asana, Jira, Testflight, Crashlytics, Github, Bitbucket, Git, SVN

I provide Premium Service for:
– Best Quality
– Dedicated Timeline
– Effective Communication
– Long Term Relationship

I always look forward to meeting new clients and helping them with realising their imaginations and with full-filling their needs. I believe that is the best way to put myself in a good use for myself and clients.

Thank you!

Profile about an SEO expert

MD. ASADUL HAQUE
Cell Phone: +8801761131723
E-mail: sultanasad23@gmail.com

CAREER OBJECTIVE
Md. Asadul Haque is one of the Internet Marketing Specialist in Bangladesh. Professionally involved with Search Engine Optimization (SEO) since 2015 and actively learning about Search Engine Marketing. Now I am working as a Digital Marketing Expert and Consultants of oracle.com in the field of Search Engine Optimization & Social Media Marketing (SMM). I am also a Proficient PPC Marketer and a part time Affiliate Marketer.

I was born in Gaibandha on 7th August, 1992. I completed my secondary study from Lakshmipur School & College in Gaibandha. I completed my higher secondary study from Lakshmipur School & College in Gaibandha. I completed my BBA from Gaibandha Govt. University College, Gaibandha.

My carrier vision is to obtain a reasonable and challenging position where the main vision of my life is to achieving the top position in my sector & apply my knowledge, creativity and experience in practical field that offers opportunity for a career in an attractive environment.

I am flexible, dependable and able to work under challenging condition & also energetic, highly ambitious and agile in nature & able to manage project and have a full organized capacity. I can work independently as well as within group with minimum supervision, Also I am a good decision maker, task Scheduling, planning and organizing and can work under stress.

KEY SKILLS & QUALIFICATIONS
Search Engine Optimization (SEO)
Search Engine Marketing (SEM)
Pay Per Click Marketing (PPC)
Social Media Marketing (SMM)
Social Media Optimization (SMO)
Product Branding
Email Marketing
Video Marketing
Web Analytics

WORKING EXPERIENCE
Oracle.com : Group Partner
Position : Consultants
Duration : 23/02/15 to Continue

PERSONAL INFORMATION
Father’s Name : Md. Sultan Ali
Mother’s Name : Most. Arzina Begum
Permanent Address : Balaata (Gobindapur), Lakshmipur, Gaibandha Sodar, Gaibandha
Post Office : Balaata Bazar 5700
Police Station : Gaibandha
District : Gaibandha
Nationality : Bangladeshi (by birth)
Date of birth : 07 August 1992
Sex : Male
Marital Status : Unmarried
Region : Islam
Height : 5 Feet 7 Inches
Weight : 58 Kg
Blood group : A+

I want to maintain honesty in spear of my whole life. That’s why I’m always trying to do my all work very perfectly and it was the strength of my life.

BID করার জন্য কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবেঃ

BID করার জন্য কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবেঃ

প্রশ্নঃ আমি প্রতিদিন BID করি, কিন্তু Interview/Job পাই না

উত্তরঃ আপনাকে প্রতিমাসে BID করার জন্য ৬০টি কানেক্ট ফ্রি দেয়া হয়েছে যেগুলোর মাধ্যমে আপনি সাধারণত ৩০টি BID প্রতিমাসে করতে পারবেন। এখন কথা হল আপনি BID করলেই যে কাজ পাবেন তার নিশ্চয়তা কি? কোন নিশ্চয়তা নেই। কাজ পাওয়ার জন্য কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আমি ধাপে ধাপে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি।

আগে থেকেই বলে রাখি অবশ্যই আপনার Category’র জবে BID করবেন। কখনো ভুলেও অন্য Category’তে BID করবেন না। তাতে জব পাবার সম্ভাবনা 0%।

এখন লক্ষ্য করার বিষয় গুলি আমি পয়েন্ট আকারে দেয়ার চেষ্টা করছি।

১) ১ নং পয়েন্টের দিকে আপনি সর্বপ্রথমে খেয়াল করবেন। আগেই দেখে নিন আপনি যার কাজের জন্য Apply করছেন তার একাউন্টের Payment Method ভেরিফাইড কি/না। Payment Method ভেরিফাইড হলে About the client-এর ডানপাশে Green কালারের টিক চিহ্ন থাকবে। এরপর তার Previous কন্ট্রাক্টর’দের দেয়া Rating কত, সেটিও দেখাবে। (4.00) এর নিচে Rating হলে BID না করাই ভালো।

২) সে কোন দেশের Client। আমার ব্যক্তিগত মতামত হল ইন্ডিয়া/পাকিস্তান/ফিলিপাইন/ইসরাইল ইত্যাদি দেশের Client’দের Avoid করাই ভালো।

৩) এবার দেখে নিন তার Hire Rate কেমন। সে জীবনে কতগুলো Job Post করেছে আর কত % Hire করেছে। অনেক Client আছে শুধু Job Post করে হারিয়ে যায়। এদের জবে BID করে আপনার Connect নষ্ট করবেন না। Minimum 50% Hire Rate হলে BID করবেন (এটা আমার ব্যক্তিগত Choice)। আপনি বাড়াতে কিংবা কমাতে পারেন।

৪) এবার তার Total Spent দেখতে পারেন। তবে এটা এতোটা গুরুত্বপূর্ণ নয়।

৫) এবার জবের Description’টি খুব ভালো করে Minimum ২বার পড়ুন এবং এটাকে বোঝার চেষ্টা করুন। সে কি চেয়েছে, সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনি যার কাজ’টি করতে চান, তার Requirement আপনাকে বুঝতে হবে। আপনি কি তার সকল চাহিদা যেগুলা সে লিষ্ট করেছে, সেগুলো পূরণ করতে পারবেন? যদি পারেন, তাহলে পরের ধাপে যান, না হলে ওই Job থেকে বের হয়ে যান।

৬) এখানে অনেক গুলো বিষয় আছে যেমন, Project Stage, Platform, Ongoing Project, Project Type, Other Skills ইত্যাদি।
Platform: এখানে সে তার Project’র সম্ভাব্য Tools/Site নিয়ে লিখবে। আপনি মিলিয়ে নিন এর ব্যবহারে আপনি Expert কি/না।
Ongoing Project: আপনি দেখে নিন এখানে দেয়া Project টাইপের কোনো Project আপনার Running আছে কি/না। (নতুনদের এটা খেয়াল করার দরকার নেই।)
Project Type: এটা কেমন টাইপের Project, সেটা বলা হবে।
Other Skills: এই Skillগুলো থাকলে ভালো, না থাকে দোষ নেই।

৭) এই পয়েন্ট’টি সব জবে থাকে না। তবে এখন বেশিরভাগ জবেই থাকে। যদি এটি থাকে তাহলে আপনাকে এই প্রশ্নের উত্তর করতে হবে। আর আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ক্লাইন্টের কাছে আপনাকে শর্টলিস্ট কয়ার বা ইন্টারভিউ-তে ডাকার একটা অন্যতম কারণ হতে পারে যদি আপনি তাকে এর উত্তর খুব ভালোভাবে Describe করতে পারেন। তাই এটাকে হেলায় পাশ কাটানোর চেষ্টা ভুলেও করবেন না। এটাকে অনেক সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। এখানে Client বিভিন্ন ধরনের প্রশ্ন দেয়, একাধিক প্রশ্নও থাকে। So, এটা আপনার Interview পাবার একটি ভালো হাতিয়ার হতে পারে।

৮) এখানে Job Success Score দেখাবে। এখানে নতুনদের একটু সমস্যা হয়। তবে আমি নতুনদের বলবো যে এটাকে Ignore করুন। আপনার অন্য সব ঠিক থাকলে এটা আপনাকে খুব বেশি ভোগাবে না। আর সব জবে এটা 90% থাকে না। যদি থাকে আপনি Ignore করুন। BID করুন (যদি বাকি অন্য সব পয়েন্ট ঠিক থাকে)।

৯) এখানে Location দেখাবে। এটা সব জবে থাকে না। তবে অনেক Client Specific লোকেশন থেকে Freelancer হায়ার করতে চায়। কাজেই, আপনার Location যদি Client’র দেয়া Location’র সাথে না মিলে, তবে BID না করাই ভালো।

১০) এটাতে সে Language-এর Skill চাইবে। কাজেই আপনাকে বুঝে-শুনে সামনে এগিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন যে এটা আমার নেই, তাই আমি এই জবে Apply করব না। কারন Client’র Requirement আমি পূরণ করতে পারছি না।

১১) এই সেকশনে- এই জবে কতজন অলরেডি Apply করেছেন, কতজনকে উনি Invit করেছেন, কতজনকে Interview কল করেছেন, সেটা দেখতে পারবেন।

Freelancing and Outsourcing

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি ?   

ফ্রিল্যান্সিং কি ? 

বর্তমান সময়ে তরুণদের কাছে সবচাইতে আলোচিত একটি শব্দ হচ্ছে ফ্রিল্যান্সিং (Freelancing)। ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। এ ধরণের পেশাজীবীকে বলা হয় ফ্রীলেন্সার (Freelancer) বা স্বাধীনপেশাজীবী। চাকুরীজীবীদের মতো এরা বেতনভুক্ত নয়। কাজ ও চুক্তির উপর নির্ভর করে আয়ের পরিমাণ কম বা অনেক বেশি হতে পারে, তবে স্বাধীনতা আছে, ইচ্ছা মতো ইনকামের সুযোগও আছে। এজন্য স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা।

আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন,তবে তা আপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে। যার কারণে বর্তমানে ছাত্র-ছাত্রী এবং অনেক চাকুরীজীবি এই পেশায় প্রতিনিয়ত’ই আসছেন। বর্তমানে আউটসোর্সিং হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের তৃতীয় ক্ষেত্র। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার।    

আউটসোর্সিং কি ? 

একটু ভাবুন তো আপনার একটি কোম্পানি আছে, আপনার কিছু পোস্টার তৈরী করা প্রয়োজন। এখন আপনি কি করবেন? নিশ্চই কোন প্রিন্টিং কোম্পানি অথবা যারা এ ধরনের কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন। এখন একটা প্রশ্ন-  আপনি নিজে কেন করছেন না? উত্তরটি হচ্ছে আপনি এই সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু যদি আপনি কাজটি করতে যেতেন তাহলে কি কি জিনিস আপনার দরকার হত। 

১. আপনার একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার দরকার হত। 

২. একটা ছাপাখানা দরকার হত। 

৩. আপনার কাটিং মেশিন দরকার হত। 

মোটামোটি এগুলো হলে আপনার পোস্টার টি আপনি তৈরী করতে পারেন। আপনার ২০০০ পোস্টার করার জন্য কত কিছুই না দরকার হত। কিন্তু আপনি যদি অন্য কোন কোম্পানি, যারা এই ধরনের কাজটি করে তাদেরকে দেন, তারা আপনার কাজটি করে দেবে খুব সহজে। এটাও এক ধরনের আউটসোর্সিং, একটি কোম্পানির কাজ অন্য কোন কোম্পানিকে দিয়ে করিয়ে নেয়া। আরো সহজ ভাবে যদি বলতে যাই- তাহলে, অন্য কোন দেশের অন্য কারো কাজ বাড়িতে বসে ইন্টারনেট এর মাধমে করাই হচ্ছে আউটসোর্সিং।
  

ইন্টারনেটে চাকরি বা ফ্রীল্যান্সিং কি ? 

ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসেই বিভিন্ন দেশের কোম্পানীর সাথে কাজ করতে পারি। নতুনদের কাছে অনেকটা আশ্চর্যের শোনালেও এটাই সত্য। ইন্টারনেটের চাকরিটা অনেকটা আমাদের বাস্তব জীবনের মত হলেও এখানে রয়েছে অনেক সুবিধা। রিয়েল লাইফে চাকরি করতে প্রয়োজন সার্টিফিকেট, লিঙ্ক, ঘুষ আরও অনেক কিছু। কিন্তু ইন্টারনেটে চাকরি করতে গেলে এই গুলোর কোন প্রয়োজন নেই, এখানে দরকার শুধু দক্ষতা। 

বাস্তব জীবনে যেমন চাকরির একটা নির্ধারিত সময় থাকে, নিয়ম থাকে, এখানে কিন্তু এমন কিছুই নেই। এখানে আপনি সম্পূর্ণই স্বাধীন বা মুক্ত। আর এই জন্যই এই চাকরিকে বলা হয়ে থাকে ফ্রীল্যান্সিং বা মুক্তপেশা। শুধুমাত্র ভালভাবে কাজ জানা থাকলে আপনিও এই সেক্টরে কাজ করতে পারেন। বর্তমানে আমাদের দেশে এই রকম কয়েক লক্ষ ফ্রীল্যান্সার আছেন যারা অনলাইন থেকে এইভাবে চাকুরি বা ফ্রীল্যান্সিং করে আয় করছেন। এর প্রমান কিন্তু এই পোস্টের উপরেই দেয়া আছে। যাই হোক, তাহলে চলুন এবার দেখি কোথায় এবং কিভাবে এই চাকরি পাওয়া যায়।  
 

চাকরী পাবেন কোথায়, দিবে কে ? 

হ্যা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন জায়গায় চাকরির বিজ্ঞাপন দেখে থাকি। যেমন ধরুন- প্রথম আলো বা বিভিন্ন পত্রিকায় আলাদা একটি কলাম’ই থাকে চাকরির বিজ্ঞাপনের জন্য, যেখানে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের কোম্পানীতে চাকুরির জন্য বিজ্ঞাপন দেয় এবং আমরা পত্রিকায় সেই বিজ্ঞাপন দেখে ওই কোম্পানীতে চাকুরির জন্য যোগাযোগ করি। 

অনলাইনের চাকুরির ব্যাপারটাও অনেকটা একই রকম। তবে এখানে চাকুরীদাতা এবং আপনার মধ্যে একটি সিকিউর বা নিরাপদ যোগসূত্র তৈরি করার জন্য রয়েছে অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস। এই সকল মার্কেটপ্লেস গুলো মূলত হচ্ছে এক একটি ওয়েব সাইট। এই সকল সাইটে মূলত দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। একটি হচ্ছে ফ্রীল্যান্সার বা ওয়ার্কার অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে বায়ার বা ক্লাইন্ট অ্যাকাউন্ট। একই সাইটে এই দুই ধরনের লোক থাকেন, একদল কাজ দেন এবং একদল কাজ করেন। যারা কাজ দেন তাদের বলে বায়ার বা ক্লাইন্ট, আর যারা কাজ করেন তাদের বলে ওয়ার্কার বা ফ্রীল্যান্সার। যেমন, এই ধরনের জনপ্রিয় ফ্রীল্যান্সিং ওয়েবসাইট/মার্কেটপ্লেস হচ্ছে- আপওয়ার্ক.কম যার পূর্ব নাম ছিল ওডেস্ক। ধরুন- একটি অফিসের/কোম্পানীর জন্য একটি ওয়েবসাইট বানানোর প্রয়োজন। এখন, ওই অফিসের মালিক কোথায় খুজবেন এমন একজনকে যিনি তার অফিসের জন্য ওয়েবসাইট তৈরি করে দিবেন? তাই এই ধরনের একজন ওয়ার্কার খুজে পাওয়ার জন্য তিনি বিভিন্ন ফ্রীল্যান্সিং সাইটে “একজন দক্ষ ওয়েব ডিজাইনার প্রয়োজন”- শিরোনাম লিখে একটি জব পোস্ট করলেন। এখন যেহেতু ওই ক্লাইন্ট একজন ওয়েব ডিজাইনার চাইছেন, তাই আপনার যদি ওই ফ্রীল্যান্সিং সাইটে কোন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ওই ক্লাইন্টের ওই জবটিতে কাজ করার জন্য আবেদন করতে পারেন।
একই ভাবে কাজটি করার জন্য আপনার মত আরও অনেক ওয়ার্কার আবেদন করবে এবং ক্লাইন্ট তখন বিভিন্ন জিনিস যাচাই বাছাই এবং ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের মধ্য থেকে একজন বা একের বেশি জনকে কাজটি করতে দিবে। এইভাবে আপনি যদি কাজটি সফলভাবে সম্পন্ন করে ক্লাইন্টের কাছে জমা দিতে পারেন তাহলে ক্লাইন্ট আপনাকে পেমেন্ট করে দিবে।   

ফ্রীল্যান্সিং শুরু করতে চাইলে যা মাথায় রাখা জরুরীঃ

বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক নিরাপত্তা যে কারো জন্যই একটি বিশাল অর্জন। আর এ ক্ষেত্রে ওয়েব সেক্টর এখন অনেক ভাল ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা এখন খুব সহজেই অনলাইনের মাধ্যমে আয়ের একটি উৎস খুঁজে বেড়াই। অনেক সময় অনেক রকমের প্রতারণার সম্মুখীনও হতে হয়। আবার যে সকল কাজগুলো সত্যিই কার্যকর সেগুলোও অনেক সময় একটু সাহসের অভাবে করে ওঠা হয় না। তাই আজকের এই লেখাতে পুরো ব্যাপারটিকেই একটি আকার দেয়ার চেষ্টা করব। 

আমাদের চারপাশে অনলাইনে টাকা আয়ের এত উপায়ের মধ্যে আপনারা যেন হারিয়ে না যান, সে জন্য এই লেখা। অনেক সময়ই ‘ফ্রীল্যান্সিং শিখুন, স্বনির্ভর হোন!’ টাইপের বিজ্ঞাপণ আমাদের চোখে পড়ে। আসলে অর্থ-কড়ি, টাকা-পয়সার প্রতি আমাদের টান এর কারনেই আমরা এ সকল অফার লুফে নিতে চেষ্টা করি। কিন্তু সকল চেষ্টার আগে আমাদের যা কিছু মাথায় রাখতে হবে, তা হল- কাজের দক্ষতা। 

ফ্রীল্যান্সিং হচ্ছে এক কথায় ছুটা কাজ। উন্নতবিশ্বের বাসিন্দারা তাদের যে কোন কাজে সাহায্যের প্রয়োজন হলে খুচরাভাবে তা বাইরে থেকে করিয়ে নেন। এটিকে বলা হয় আউটসোর্সিং। আর আউটসোর্স সাপোর্ট ওয়ার্কাররাই ফ্রীল্যান্সার। স্থায়ী ভাবে নিয়োগ না পেয়েই ফ্রীল্যান্সিং করা যায়। আর বায়াররা মূলত যে সকল কাজ আউটসোর্সিং করিয়ে নেন তার ৮০% এরও বেশি কাজ ওয়েব ডেভেলপমেন্ট কিংবা তা সম্পর্কিত। 

তাই ফ্রীল্যান্সিং করতে হলে আমি বলব ওয়েব ডেভেলপমেন্ট এর ওপর ভাল দখল থাকতে হবে। আজকাল ফ্রীল্যান্সিংয়ের অনেক ফ্রী পরামর্শ পাওয়া যায়। আর বিশদ জানতে চাইলে ফ্রীল্যান্সিং শেখার কোর্স করতে হয়। যেখানে শুধু মার্কেটপ্লেস এবং কম্পিটিশন সম্পর্কে অনেক ধারনা দেয়া হলেও ‘দক্ষতা’ বিষয়টিকে বরাবরই এড়িয়ে যাওয়া হয়। কোথাওতো শুধু মাত্র ব্ল্যাক লিংক বিল্ডিংকেই ফ্রীল্যান্সিং/এসইও ওয়ার্ক বলে আখ্যা দেয়া হয়। 

মনে রাখবেন, ফ্রীল্যান্সিং করতে হলে আপনার ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা অনলাইন মার্কেটিং এর কাজের উপর ভাল দক্ষতা থাকতেই হবে। আপনি চাইলে এখনই শুরু করতে পারবেন, হয়ত কাজও পাবেন; কিন্তু এসবের উপর দক্ষতা আসার পরেই তা ক্লায়েন্টকে করে দিতে পারবেন। সুতরাং ঝোপ বুঝে কোপ মারার চিন্তা না করে আগে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন।

মার্কেটপ্লেস ও মার্কেট আইডিয়া

সবার আগে আপনাকে মার্কেটপ্লেস-এ রেজিস্ট্রেশন করতে হবে। জনপ্রিয় মার্কেটপ্লেসগুলোর মধ্যে Upwork, Elance, Freelancer অন্যতম। মার্কেটপ্লেস সম্পর্কে ভালভাবে ধারণা না থাকাটা অনেক সময়েই বুমেরাং হয়ে দাঁড়ায়। কাজের বাজার-দর উভয় ধারণাই এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মার্কেটপ্লেস-এ রেজিস্ট্রেশনের পরে প্রথম কাজ হল সুন্দর একটি প্রোফাইল তৈরি করা। এক্ষেত্রে একটু সুন্দর করে সময় দিয়ে ধাপে ধাপে ওয়ার্কার প্রোফাইল তৈরী করা হল বুদ্ধিমানের কাজ। আরেকটি বড় কাজ হচ্ছে আপনার পূর্ববর্তী কাজের একটি পোর্টফোলিও তৈরী করা। এটিই আপনাকে আপনার প্রথম কাজটি পাইয়ে দিতে অনেকখানি সাহায্য করবে। কেননা প্রথম কাজটি পাওয়াই সবচেয়ে চ্যালেঞ্জিং। একটি প্রোফাইল সম্পূর্ণ করতে মার্কেটপ্লেস ভেদে বিভিন্ন চাহিদা পূরণ করতে হয়। 

একবার আপনার প্রোফাইল সম্পূর্ণ হয়ে গেলে পরে আপনার কাজ হল বিড করা। কিছু মার্কেটপ্লেসে বিডের লিমিট থাকে। তাই অবান্তর এবং শুধু শুধু বিড করা থেকে নিজেকে বিরত রাখুন। বিড এ PM বা পার্সোনাল ম্যাসেজ করুন। সেখানে একটু আকর্ষণীয় কিছু লেখার চেষ্টা করুন। মুখস্থ বা কমন কিছু লিখবেন না যাতে বায়ারের কাছে আপনার বিডটি র‌্যান্ডম এবং অর্ডিনারি মনে হয়। 

বায়ার আউটসোর্সিং এর এড টিউন করার পর প্রথম ৫-৭টি বিড’ই তাদের মনযোগ আকর্ষণ করে। তাই বিডার হিসেবে দ্রুত হবার চেষ্টা করুন। সেই সাথে যুতসই ও প্রজেক্ট রিলেটেড ম্যাসেজ লিখুন। এভাবে চলতে থাকলে এক সময় কাজ পেয়ে যাবেন। এতে অবশ্য ২দিনও লাগতে পারে, আবার ২ মাসও। তাই লেগে থাকুন, ধৈর্য রাখুন।   

ওডেস্ক (আপওয়ার্ক) থেকেই শুরু হোক ফ্রিলান্স ক্যারিয়ার

আপওয়ার্ক কি ? 

আপওয়ার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে কাজ দেয়া-নেয়া হয়। এটি একটি মার্কেটপ্লেস আর খাস বাংলায় এটাকে কাজের বাজারও বলতে পারেন (নো প্রবলেম)। তবে মনে রাখবেন আপওয়ার্ক অথোরিটি নিজে কাউকে কাজ দেয় না। ইতোমধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, আমি যদি আপওয়ার্ক-এ যোগ দিই তাহলে কি আমাকে কাজ দিবে? আমি আবারো বলছি আপওয়ার্ক নিজে আপনাকে কাজ দিবে না কখনো’ই।

আর মনে রাখবেন, আপওয়ার্কে ২ ধরনের মানুষের আনাগোনা। এক ধরনের মানুষ যারা কাজ দেয় আর এক ধরনের মানুষ আছে যারা ওই সমস্ত কাজ গুলো করে দেয়। তার মানে বোঝা যাচ্ছে, আপওয়ার্কে আপনার-আমার মতই মানুষেরা কাজ দেয় যাদেরকে আমরা বলি ক্লায়েন্ট বা বায়ার। আর আমরা যারা ওই সমস্ত কাজ গুলো করে দিই তাদেরকে বলা হয় কন্ট্রাক্টর। কাজ করে দেয়ার মাধ্যমে আমরা এর মজুরি পেয়ে থাকি বায়ারের কাছ থেকে। 

ব্যাপারটা আরেকটু সহজ করতে একটা উদাহরণ দিই। আমরা অনেকেই প্রাইভেট টিউশনি করি। বর্তমানে এইটা পাওয়া অনেক কঠিন। কিন্তু আমার দরকার, তাহলে আমার করনীয় কি? একটা প্রাসঙ্গিক মিডিয়ার কাছে যাব, সেখানে ফর্ম পূরণ করে সদস্য হতে হয়। যেখানে আপনার পুরো জীবন-বৃত্তান্ত এবং যোগ্যতাসমূহ উল্লেখ থাকবে। যার উপর নির্ভর করবে আপনি কোন ক্লাসের স্টুডেন্ট পড়াতে পারবেন। এরপর টিউশনিতে যোগ দান করার পর একটা নির্ধারিত সময়ে বেতন পাবেন। এবং আপনি যেহেতু মিডিয়ার কল্যাণে কাজটি পেয়েছিলেন তাই আপনার পাওয়া বেতনের টাকা থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেস মিডিয়াকে দিতে হবে। এটাই মিডিয়ার লাভ। এভাবেই চলছে মিডিয়াগুলো। এরূপ আপনার যোগ্যতা অনুযায়ী আপওয়ার্কে আপনি কাজ পাবেন।

ধরুন, আমার যোগ্যতা আমি ইংরেজিতে ভাল, তাই আর্টিকেল লেখার যোগ্যতা আমার আছে। তাই বলে ওয়েব ডেভেলপমেন্ট এর মত বড় ধরনের কাজ গুলোতে আপনি কখনই কাজ পাবেন না। আগে আপনি যোগ্যতা অর্জন করুন এরপর আবেদন করুন পছন্দনীয় কাজে। 

আর এই কাজ পেতে সাহায্য করবে আপওয়ার্ক এবং এর বিনিময়ে আপনার আয়ের % ফী আপওয়ার্ক কেটে রাখবে। আপনার এই আয়ের টাকা দিয়েই চলে আপওয়ার্ক। তাই আপওয়ার্ক চায় তার সাইটের সব কাজ যেন সাকসেস হয়। এতে তার আয়ের পরিমান বাড়বে। তার মানে আপনি কাজ করতে সর্বোচ্চ সুবিধা পাবেন আপওয়ার্ক থেকে।  

কিভাবে আমি কাজ পাব ? 

হ্যা, আপনি তো বুঝেই গেছেন কেন ও কিভাবে আপনি কাজ পাবেন। বুঝতে পারেন নি এখনো! ঐ যে বললাম যোগ্যতা। ধরেন আপনি আপওয়ার্ক নীতিমালা অনুসরণ করে এর ফর্ম পূরণ করলেন, যা ১০০% ফ্রি। এবং জবে আপ্লাই করা আরম্ভ করলেন, তাহলেই কি কাজ পেয়ে যাবেন? হুহ, এত সহজ!!! এতই যদি সহজ হত তাহলে এতদিনে পৃথিবীর সব মানুষ গুলো এই কাজই করতো এবং ঘুমাতো টাকার বিছানায়। হতাশ হবেন না, আরে ভাই ভুলে যাচ্ছেন কেন আপওয়ার্ক তো অপেক্ষা করছে আপনার জন্যই! ভাবছেন তাহলে আমার করনীয় কি? প্রোফাইলটা ১০০% কমপ্লিট করুন। 

কিভাবে ১০০% প্রোফাইল কমপ্লিট করবো ? 

আপওয়ার্ক নীতিমালা অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। এখন একটু ভাল করে পড়ে দেখুন, তাহলেই বুঝবেন কোনটার পর কোনটা করতে হবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সাধারণত এইগুলি কমপ্লিট করলেই ১০০% প্রোফাইল কমপ্লিট। 

ছবি যুক্ত করতে হবে, আগে কোথায় কাজ করেছেন, সেই ডাটা পূরণ করতে হবে, ঠিকানা দিতে হবে, আপনার বিষয় মানে যেই কাজে দক্ষ, সেইগুলা দিতে হবে, রেডিনেস টেস্টে পাশ করতে হবে, রেডিনেস টেস্ট ছাড়া আপনার বিষয় এর আরেকটা টেস্ট দিতে হবে, এবং পাশ করতে হবে, আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, পোর্টফলিও যোগ করতে হবে।

  
ওয়েব ডিজাইন কি ? 

ওয়েব ডেভেলপমেন্ট: ওয়েব ডেভেলপ হচ্ছে ওয়েবসাইটের পিছনের অংশ যেখানে পেজ ও প্রোগ্রামের মাঝে সমন্বয় তৈরি করে ভিজিটরের কাজের উপযোগী করে তোলা হয়। আর ওয়েব ডেভেলপার হচ্ছে সেই ব্যক্তি যিনি ওয়েবসাইটকে ভিজিটরদের কাজের উপযোগী করে। একজন ভালো ডেভেলপার জানেন কিভাবে একটি ওয়েবসাইটকে কাজের উপযোগী করে তোলা যায়।

তবে একটা মজার বিষয় হল আপনি এমন কোন ওয়েব ডিজাইনার পাবেন না যার JavaScript, PHP, ও HTML সম্পর্কে ধারনা নেই। আবার, আপনি এমন কোন ওয়েব ডেভেলপার পাবেন না যার ওয়েব ডিজাইন সম্পর্কে ধারনা নেই।

  
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যেসব জানতে হবেঃ

এইচটিএমএল, সিএসএস এবং এরপর নিচেরগুলি-

ক্লাইন্ট সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট : এটাকে ব্রাউজার স্ক্রিপ্টিংও বলা হয় অর্থ্যাৎ এই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোড শুধু কোন ব্রাউজারে (যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম ইত্যাদি) কাজ করবে। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক দিয়ে দ্রুত কাজ করা যায়, এরুপ একটি ফ্রেমওয়ার্ক জেকোয়েরি টিউটোরিয়াল।

সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন পিএইচপি : এটাকে সার্ভার সাইড স্ক্রিপ্টিং বলা হয় কারন এই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোডগুলি শুধু সার্ভারে এক্সিকিউট হয়। 

ডেটাবেস : পিএইচপি দিয়ে কিভাবে ডেটাবেস সংযোগ করতে হয়, এসকিউয়েল দিয়ে ডেটাবেস বানানো অর্থ্যাৎ ডেটাবেস ডিজাইন জানতে হবে কারন এখন যেকোন ডাইনামিক সাইটের ডেটাবেস আছে অথবা বলতে পারেন ডেটাবেস থাকতেই হয়। 

পিএইচপি এর যেকোন একটা ফ্রেমওয়ার্ক যেমন কোডইগনাইটার: (আরও আছে যেমন কেক পিএইচপি, জেন্ড ফ্রেমওয়ার্ক, সিমফনি, ওয়াই আইআই, কোহানা ইত্যাদি একটা শিখলেই চলবে)। কোন ফ্রেমওয়ার্ক ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরী করতে পারবেন তবে এতে বেশি সময় লাগবে এবং বেশি কোড লিখতে হবে। 

এক্সএমএল : ওয়েব এপ্লিকেশন তৈরীতে এক্সএমএল লাগে।   

ব্লগস্পট কি ? 

বর্তমান বিশ্বে ব্লগিং একটি জনপ্রিয় গণমাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের ব্লগাররা ব্লগিং করে তাদের সামাজিক এবং মূল্যবোধের পরিচয় দিচ্ছে। শুধু তাই নয়, ব্লগিং করে তারা অনলাইন থেকে প্রচুর অর্থ উপার্জন করছে। আপনি আমার এই নিবন্ধটি পড়ছেন এর অর্থ আপনার মাঝে ব্লগিং করার সুপ্ত বাসনা হলেও রয়েছে। তবে আপনি যদি একজন প্রফেশনাল মানের ওয়েব বা ব্লগ পাবলিশার হতে পারেন তবে তুলনামূলক কম পরিশ্রম করে আজীবন ভাল ইনকাম করতে পারবেন।

বর্তমানে বাংলাদেশী ব্লগাররা বাংলা ভাষায় ব্লগ লিখছেন। ফলে বাংলা ভাষার পরিধি বিস্তৃত হচ্ছে। সেই সাথে বাংলা ভাষায় তথ্য অনুসন্ধানে গুগল ব্লগিং কিওয়ার্ড নিয়ে অপর্যাপ্ততামুলক কোন বাণী শোনায় না। ব্লগিং নিয়ে অসংখ্য বাংলা তথ্য প্রকাশের ফলে এই সমস্যাটি এখন আর নেই। 
বর্তমানে অসংখ্য প্রতিষ্ঠান ব্লগিং এবং অন্যান্য অসংখ্য মাধ্যম নিয়ে নতুনদের প্রশিক্ষন দিচ্ছে। ফলে সহজেই আমরা ব্লগের গুরুত্ব বুঝতে পারছি। “বাংলাহিলি.কম” নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান বর্তমানে এ ধরনের একটি প্রশিক্ষণের আয়োজন করেছে। আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। 

যাই হোক আমাদের মূল প্রসঙ্গে ফিরে আসি। বর্তমানে বাংলাদেশের শিক্ষিত সমাজ ব্লগিং শুরু করছে কিন্তু নির্দিষ্ট গাইডলাইনের অভাবে কিছু দিনের মাঝেই তারা ঝরে পড়ছে। 

নতুনদের জন্য আমার পরামর্শ, প্রথমেই ব্লগিংকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নয়, এটিকে একটি গণমাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত। সঠিক পরিকল্পনার প্রয়োগে এই গণমাধ্যমটি ধীরে ধীরে আপনার অর্থ উপার্জনের রাস্তা তৈরি করবে।

আশা করছি বিশ্বের সেরা ব্লগারদের মাঝে নিজের অবস্থানটি সহজেই তৈরি করে নিতে পারবো। আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করার একমাত্র প্রধান উদ্দেশ্য হল আপনি এ থেকে একধরনের উৎসাহ পাবেন যা আপনাকে ভবিষ্যৎ ব্লগার হিসেবে প্রস্তুত করতে সহায়ক হবে।   

ওয়ার্ডপ্রেস কি ? 

ওয়ার্ডপ্রেস হল বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লগিং সফটওয়্যার। যার মাধ্যমে অতি অল্প সময়ে একটি সুন্দর ব্লগ তৈরি করা যায়। ২০০৩ সালের ২৭শে মে ম্যাট মুলেনওয়েগ এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। বর্তমানে হাজার হাজার সেচ্ছাশ্রমী এই প্লাটফর্ম এর মান উন্নয়নের কাজ করে চলেছেন।  

 
কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবো ? 

বিশ্বের অধিকাংশ ব্লগই বর্তমানে এই প্লাটফর্ম ব্যবহার করছে। ওয়ার্ডপ্রেসকে ব্যবহারের প্রধান কারন হচ্ছে এটি ওপেন সোর্স ভিত্তিক একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ফলে যেকোনো ব্যক্তি তার পছন্দমত এটিকে সাজাতে পারে, পছন্দ মত আপডেট তৈরি করতে পারে। মোট কথা ব্যবহারকারীদের সুবিধার্থে এটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল এক্সপার্টরা পূর্বে ব্লগ ডিজাইন করতে অনেক পরিশ্রম করতো কিন্তু বর্তমান প্রযুক্তির উন্নয়নে এধরনের একটি ওপেন সোর্স ভিত্তিক আকর্ষণীয় প্লাটফর্ম সত্যি প্রশংসার দাবিদার। 

ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার মাইএসকিউএল, পিএইচপি, এইচটিএমএল বা কোডের জ্ঞান ছাড়াই ওয়েবসাইট বা ব্লগ কয়েক দিনেই তৈরী করা সম্ভব। সার্চ ইঞ্জিন এক্সপার্টদের কাছে এটি সবচেয়ে ভালমানের সিএমএস কারন অতি সহজেই এর কন্টেন্ট সার্চ ইঞ্জিন পড়তে পারে। এবং খুব দ্রুত এটি লোডিং হয়। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে অসংখ্য প্লাগইন, উইজেট এবং থীম পাওয়া যায় যা আপনার ব্লগকে আরো আকর্ষণীয় করে তুলবে। 

যারা প্রোগ্রামিং জানেন না, তারা এর বিভিন্ন টুলস দিয়ে সহজেই এর মানোন্নয়ন করতে পারবেন। পরিশেষে, ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনার ব্লগকে করে তুলবে আকর্ষণীয় ও সার্চ ইঞ্জিন বান্ধব।   

এসইও কি ? 

SEO মানে ‍Search Engine Optimization। বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ তার প্রয়োজনীয় তথ্য খুজে পেতে গুগলে সার্চ করে। গুগল তখন তার সার্চ রেজাল্ট পেজে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে। কোনটি প্রথমে, কোন ওয়েবসাইটের নাম হয়ত প্রদর্শন করে ২নং পেজে। যেটি প্রথমে দেখা যাচ্ছে সেটি প্রথমে দেখাচ্ছে কারন সেটিকে এসইও করা হয়েছে। কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটিকে এসইও বলে। 

যখন আপনার ওয়েবসাইট সার্চের প্রথমে থাকবে তখন ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পায়। আর ভিজিটর বৃদ্ধি হলে ইনকামও বৃদ্ধি পায়। ধরুন, আপনি গ্রাফিকস কোর্স করবেন, সেজন্য ট্রেনিং সেন্টার খুজছেন। তাহলে হয়ত আপনি গুগলে লিখবেন graphics training in Bangladesh। তখন সার্চের প্রথমে দেখবেন আমাদের ট্রেনিং সেন্টার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নাম। আর এটি দেখে হয়ত আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেউ প্রবেশ করল, এরপর এখান থেকে তথ্য পেয়ে পছন্দ হলে এখানে এসে কোর্সে ভর্তি হয়। এটি হল এসইও’র ফযিলত।    

সার্চ ইঞ্জিন কী ? 

আমরা আমাদের প্রয়োজনীয় যেকোন বিষয়ের তথ্য জানতে হলে ইন্টারনেটে সার্চ দিয়ে থাকি। তখন সারা বিশ্বের যত ওয়েবসাইটে এ ব্যাপারে যত তথ্য আছে, সব আমাদের সামনে চলে আসে। এ বিষয়গুলো জানার এসব উৎসকে সার্চ ইঞ্জিন (search engine) বলে। বিখ্যাত কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম হলোঃ গুগল (google), ইয়াহু (yahoo), বিং(bing) ইত্যাদি। 

এই সব সাইটে আপনি একটি শব্দ সার্চ বক্সে লিখে সার্চ বাটনে ক্লিক করলে, কয়েক সেকেন্ড এর মধ্যে অনেক ওয়েবসাইটের লিংক চলে আসে, যেসব লিংকে গেলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।  

 
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে ? 

সার্চ ইঞ্জিনগুলো তৈরি হয়েছে মানুষের তথ্য খুঁজে পাওয়ার জন্য। কোন কিছু সার্চ দিলে যাতে সবচাইতে সেরা তথ্য খুঁজে পাওয়া যায় সেজন্য সার্চইঞ্জিন সাইটগুলো কিছু পোগ্রাম তৈরি করে রাখে। যেটি সকল সাইটগুলোর মধ্যে কিছু বিষয় তুলনা করে সেরা সাইটগুলোকে সার্চের সামনে নিয়ে আসে। সেরা সাইট নির্বাচন করার জন্য তারা দেখে ওয়েবসাইটটি মানসম্মত কিনা, ওয়েবসাইটের তথ্য সকলের জন্য প্রয়োজনীয় কিনা, ওয়েবসাইটটি কেমন জনপ্রিয়। এগুলোসহ আরও কিছু বিষয় নিয়ে ফলাফল প্রদর্শন করে।  
 

সার্চ ইঞ্জিন মার্কেটিং ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ ? 

ওয়েবসাইট তৈরি হয় কোম্পানীর পণ্যের প্রসারের জন্য। যতবেশি মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, ততমানুষ আপনার পণ্য সম্পর্কে কিংবা সার্ভিস সম্পর্কে ধারণা পাবে। সার্চ ইঞ্জিন কোন একটি ওয়েবসাইট ভিজিটরের প্রধান উৎস। শতকরা ৮০% ভিজিটর সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোন ওয়েব সাইটে আসে। ভবিষ্যতে এটি আরও বাড়বে। বিভিন্ন কারণে সার্চ ইঞ্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ক) যেকোন ওয়েবসাইটের বেশীর ভাগ ভিজিটর সার্চ ইঞ্জিনে থেকে আসে। প্রতি মাসে প্রায় বিলিয়ন বিলিয়ন সার্চ হয়। 

খ) United States-এ এক জরিপে দেখা গেছে, প্রতি মাসে কমপক্ষে ১০ বিলিয়ন সার্চ হয়। (সূত্র : com score.2008) 

গ) অনেকে জানেনা তাদের প্রয়োজনীয় কোন তথ্য কোথায় পাওয়া যাবে। সে জন্য তারা সার্চ ইঞ্জিনগুলোতে সে বিষয় লিখে সার্চ করে। তখন প্রয়োজনীয় সাইটের লিস্ট তাদের কাছে চলে আসে। 

ঘ) বিনামূল্যে যেকোন তথ্য খুঁজে পাওয়া যায়, সেজন্য সবাই এটি ব্যবহার করে। 

ঙ) সকল তথ্যে বিশাল ভান্ডার হচ্ছে সার্চ ইঞ্জিন। সেজন্য এটির উপর সবার নির্ভরশীলতা দিনে দিনে বাড়ছে। 

চ) যেহেতু তথ্য খুঁজে পেতে সবাই সার্চইঞ্জিনের সাহায্য নিয়ে থাকে, সেজন্য সকল কোম্পানী তাদের পণ্যের প্রচারের জন্য সনাতনী পদ্ধতি ছেড়ে দিয়ে সার্চ ইঞ্জিনের সার্চের প্রথমে তাদের কোম্পানীর ওয়েবসাইটকে রাখতে চায়। 

ছ) মার্কেটিংয়ের সনাতনী সকল পদ্ধতিগুলো ব্যয়বহুল এবং বর্তমানযুগে কম কার্যকরী। অন্যদিকে SEO-তে খরচ কম কিন্তু আগের পদ্ধতির চাইতে কমপক্ষে ৬০ভাগ বেশি কার্যকরী।    

ক্যারিয়ার হিসাবে SEO

বাংলাদেশে যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করে তাদের বেশিরভাগ এসইও এর মাধ্যমে আয় করে। কারন বাংলাদেশে দক্ষ জনশক্তি কম। সাধারণত যাদের কম্পিউটার সম্পর্কে সাধারন ধারনা আছে, ইংরেজীতে মোটামুটি পারদর্শী, ওয়েবসাইট ভিজিট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা অতি সহজে এসইও এর কাজে পারদর্শী হতে পারেন। কোন প্রোগ্রামিং ভাষা জানার তেমন দরকার নাই বিধায় এই কাজ অতি সহজে রপ্ত করে দ্রুত কাজ শুরু করা যায় বলে বিশ্বব্যাপী এই কাজে নিয়োজিত আছেন লক্ষ লক্ষ মানুষ। 

১)বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে (upwork.com, freelancer.com ইত্যাদি) ভিজিট করলে দেখা যায়, এসইওর কাজ সবচাইতে বেশি। 

২) নিজের একটি ব্লগ সাইট খুলে সেটিকে এসইও করে গুগলের প্রথমদিকে আনতে পারলে যদি ভিজিটর বৃদ্ধি পায় তাহলে অ্যাডসেন্স কিংবা এ ধরনের আরও অনেক বিজ্ঞাপনী সার্ভিসের মাধ্যমে ভাল আয় করা যায়। এ পদ্ধতিতে সাধারণত মাসে ১০০ ডলার থেকে ১০০০ডলারের মত আয় করা যায়। 

৩) অ্যাফিলিয়েশন্সের আয়ের জন্য প্রধান শর্ত হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রচুর পরিমানে টার্গেটেড ভিজিটর। আর ভিজিটর আনতে হলে এসইও করতেই হবে। আউটসোর্সিংয়ের এ কাজের মাধ্যমে মাসে আয় করা যায় সাধারণত ৩০০ -২০০০ ডলার। 

৪) এসইও’র মাধ্যমে আপনার ওয়েবসাইট গুগলের প্রথমে আনতে পারলে এবং ভিজিটর প্রচুর পরিমানে ওয়েবসাইটে আসলে বিভিন্ন লোকাল কোম্পানীর বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে ব্যবহার করে মাসে ৩০০০০ টাকা থেকে ৫লাখ টাকাও আয় করতে পারবেন। যেমন টেকটিউনসে কোন প্রকার অ্যাডসেন্স ব্যবহার করা হয়না। এখানের আয় সম্পূর্ণ লোকাল বিজ্ঞাপন। 

৫) এসইও শিখার আরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এসইও কোর্স একটি কিন্তু আয় করা সেক্টর অনেকগুলো। যেমনঃ ফোরাম টিউনিং কিংবা ব্লগ টিউমেন্টিং কিংবা কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা পুরো এসইও করে আয় করা যায়। 

৬) প্রতিদিন মাত্র ২-৩ ঘন্টা সময় দিয়ে এসইও করা যায়। সেজন্য অন্য চাকুরীর পাশাপাশি এটি শিখে আয় করা সম্ভব।   

ফরেক্স ট্রেডিং  

 
ফরেক্স কি ? 

Forex হল Foreign Exchange এর সংক্ষিপ্ত রুপ। এটি একটি আন্তর্জাতিক বিকেন্দ্রিক মুদ্রা বাজার। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে আয় করা যায়। অর্থাৎ আপনি একটি দেশের মুদ্রার বিপরীতে আরেকটি দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যখন একটি দেশের মুদ্রা দিয়ে আরেকটি দেশের মুদ্রা ক্রয় করবেন সেই দেশের মুদ্রার দাম আপনার ক্রয়কৃত দামের ঊর্ধ্বগতিক পার্থক্যই হচ্ছে আপনার লাভ। 

এই বাজারটি এত বড় যা নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেটের চেয়ে কয়েক গুন বেশি ভলিয়াম এ দৈনিক ট্রেড হয়। যার দৈনিক টার্ন-অভার এর পরিমান প্রায় ৫ ট্রিলিয়ন ইউ.এস ডলার এরও বেশি। বর্তমানে বিশ্বের ১৫-২০ ভাগ মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছেন কেউ পার্টটাইম কেউবা ফুলটাইম পেশা হিসেবে। মূলত ফরেক্সও একধরনের আউটসোর্সিং বিজনেস। যেখানে প্রফিট করতে হয় একটি ভালো সুশিক্ষার মাধ্যমে। না জেনে না বুঝে এই মার্কেটে নামা  মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। 

প্রপার এডুকেশন ছাড়া আপনি এই মার্কেটে নিতান্তই একজন দর্শক। তাই ট্রেডার যদি হতে চান তাহলে আগে ভালোভাবে শিখে নিন তারপর শুরু করুন। ভয় কিংবা নেগেটিভ করছি না, কারন অল্প শিখে নেমে পড়ে যখন কোন কিছু বোঝার আগেই সব হারাবেন তখন হয়ত আপসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। 

ফরেক্স এর সংক্ষিপ্ত ইতিহাসঃ ১৮৭৬ সালে স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা( gold exchange standard) চালু করা হয়েছিল।এই ব্যবস্থায় মুদ্রার মূল্যমান স্বর্ণের মানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। ফলে মোট স্বর্ণের মূল্য’র সমপরিমাণ কাগুজে মুদ্রা কোন দেশের জন্য রাখা হত। এই পদ্ধতি বেশ ভালই ছিল। কিন্তু স্বর্ণ এর আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে এই পদ্ধতির ত্রুটি ধরা পরে এবং একে বিদায় নিতে হয়। 

এই স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় যখন ইউরোপীয় দেশগুলোতে তাদের বিশাল সব প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার মতো টাকা ছিলোনা। কারণ তাদের স্বর্ণের মজুদ ঐ পরিমাণ টাকা ছাপার জন্য খুবই অপ্রতুল ছিল। যদিও এই স্বর্ণ ব্যবস্থা বাতিল হয়ে গেছে, তবুও স্বর্ণ তার মূল্য এবং মুদ্রামানে নিজের অবস্থান ভালভাবেই ধরে রেখেছে। 

পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে, সকল মুদ্রার মান নির্দিষ্ট হবে এবং আমেরিকান ডলার হবে মুদ্রার জন্য নির্ধারিত সংরক্ষিত ভিত্তি যা স্বর্ণ এর বিপরীতে একমাত্র পরিমাপকৃত মুদ্রা। এই ব্যবস্থাকে বলা হয় ব্রেটন উডস ব্যবস্থা ( Bretton Woods System) যা ১৯৪৪ সালে কার্যকর হয়। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা আর স্বর্ণের বিপরীতে ডলার এর বিনিময়-এ আগ্রহী নয় যা বৈদেশিক সংরক্ষণ হিসেবে রাখা আছে। 

এর ফলে ব্রেটন উডস ব্যবস্থাও বাতিল হয়ে যায়। ১৯৭৬ সালে এই ব্যবস্থা অকার্যকর হয় যার মাধ্যমে মূলত সর্বসম্মতভাবে পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়েছিল। এর মাধ্যমেই আধুনিক বৈদেশিক মুদ্রার বাজারের প্রবর্তন হয় যা ১৯৯০ সালের দিকে বর্তমান যান্ত্রিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থার রূপ নেয়।  

 
ফরেক্স ট্রেড এর সুবিধা কি ? 

অন্য আর্থিক বাজার থেকে এই বাজারের কিছু বহুমুখী সুবিধা আছে। 

১। আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে। 

২। ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন। 

৩৷ ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা বাজার, এই বাজারে মুদ্রার দাম ভিবিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে প্রতিনিয়ত নিজেই পরিবর্তিত হয়৷ এই বাজারের মুদ্রার দামের উপর নির্ভর করে পৃথিবীর সব দেশের ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের মুদ্রার দাম। 

৪৷ একক কারো প্রতিনিধিত্ব এই বাজারে কোনরুপ প্রতিফলন তৈরি করতে পারে না৷ স্বয়ং বিল গেটস এর পুরো অর্থের সামর্থ্য নাই এই বাজারকে পরিবর্তন করার৷ 

৫৷ ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। দামের ঊর্ধ্বগতি বা নিম্নগতি উভয় গতিতে প্রফিট করা যায়। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন। 

৬৷ এখানে মধ্য কোন স্বত্বাধিকারী নেই তাই আপনি সরাসরি কেনা-বেচা করতে পারবেন৷ এটি গ্লোবাল মার্কেট তাই আপনি বিশ্বের যেকোন স্থান থেকে আপনার ট্রেড পরিচালনা করতে পারবেন। 

৭৷ এটি একমাত্র বাজার যা সপ্তাহের সোম থেকে শুক্রুবার ২৪ ঘন্টায় খোলা থাকে চারটি ভিন্ন ভিন্ন সেশন-এ৷ ফলে যে কোন পেশার মানুষ তাদের সুবিধা মত দিনে কিংবা রাতে যে কোন সময়ে ট্রেড করতে পারে এবং শনি ও রবিবার এই মার্কেটের সকল লেনদেন বন্ধ থাকে বা ছুটি পালন করা হয়। 

৮৷ এই মার্কেট-এ আপনি স্বাধীন ইনভেস্টটর অর্থাৎ এই মার্কেটে সর্ব নিম্ন কিংবা সর্বোচ্চ কোন ইনভেস্টমেন্ট বাধ্যবাধকতা নেই৷ ফলে আপনি আপনার সামর্থ্য মত যে কোন পরিমান ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারেন। 

৯৷ মূল ট্রেড শুরু করার পূর্বে আপনি ট্রেড করার জন্য প্রস্তুত কিনা সে প্রস্তুতিটাও আপনি সেরে নিতে পারবেন ডেমো ট্রেড এর মাধ্যমে ভার্চুয়াল মানি দিয়ে। 

১০৷ এই বাজারে আপনি আপনার সীমিত টাকা দিয়ে বিশাল পরিধিতে ট্রেড করার জন্য লিভারেজ সুবিধা পাবেন। 

১১৷ এটি একটি স্পট ট্রেড বা কন্টিনিয়াস ফ্লো মার্কেট যেখানে আপনাকে কোন শেয়ার ক্রয় করে তা বিক্রির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না৷ অর্থাৎ আপনি মুহূর্তের মধ্যে আপনার ট্রেড সম্পূর্ণ করতে পারবেন। 

১২৷ আপনার সকল লেনদেন আপনার ব্যক্তিগত একটি একাউন্ট এর মাধ্যমে পরিচালিত হবে যেখানে অন্য কারো এক্সেস এর কোন সুযোগ নেই৷ তাই আপনি ১০০% সিকিউর। 

১৩৷ আপনি আপনার ডিপোজিট বা ইউথড্র যে কোন আন্তর্জাতিক বৈধ মাধ্যম ব্যবহার করে আপনি নিজেই করতে পারেন৷ কারো যদি আন্তর্জাতিক কোন মাধ্যম না থেকে সেই ক্ষেত্রে ব্রোকারদের প্রদত্ত বিভিন্ন অপশনের মাধ্যমেও সম্পন্ন করতে পারবেন। 

উল্লেখ্য যে, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা ছাড়া কোন বিকল্প নেই।   

অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে আয়

ধরুন, আপনার জ্বর আসল। আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে দেখে বললেন অমুক হাসপাতাল থেকে আপনাকে এই টেস্টগুলো করিয়ে নিয়ে আসতে হবে। এখন, ভাবুন তো, ডাক্তার আপনাকে অমুক হাসপাতালের কথা কেন বললেন? টেস্ট তো যে কোন হাসপাতাল থেকেই করানো যেত! হ্যাঁ, ডাক্তার আপনাকে অমুক হাসপাতালের কথা এই জন্যই বলেছেন কারন সেই হাসপাতাল থেকে টেস্ট করালে আপনার টেস্ট এ যা টাকা আপনি হাসপাতালকে দিবেন তার কিছু অংশ ওই ডাক্তার পাবেন। 
এর মানে হচ্ছে ডাক্তার ওই হাসপাতালের একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করেছেন। ঠিক এটাই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এখানে, আপনাকে বিভিন্ন কোম্পানির পণ্য অনলাইনে প্রচার চালিয়ে বিক্রি করে দিতে হয়। প্রতি বিক্রিতে ওই কোম্পানি আপনাকে কিছু কমিশন দেয়। আর এইভাবেও অনেকেই আয় করে চলেছেন। আশা করি এই বিষয়েও ধারনা পেয়েছেন।   

কিভাবে পেমেন্ট পাব ? 

হ্যা, কাজটি যদি আপনি সফলভাবে করে দিতে পারেন তাহলে ক্লাইন্ট আপানকে সরাসরি পেমেন্ট করবে না। ক্লাইন্ট পেমেন্ট করবে সেই ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে যেখানে আপনার সাথে ক্লাইন্টের পরিচয় হয়েছে। মানে, আপনি যেই ওয়েবসাইট থেকে কাজটি পেয়েছিলেন, ক্লাইন্ট সেখানেই আপনাকে পেমেন্ট করবে। 

সেই ওয়েবসাইট আপনার অ্যাকাউন্টে মোট পেমেন্ট থেকে % চার্জ কেটে রেখে দিয়ে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে জমা করবে। এই ডলার আপনি বাংলাদেশী অনলাইন সাপোর্ট করে এমন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন কোন রকমের ঝামেলা ছাড়াই এবং এই ডলার অটোমেটিক আমাদের দেশীয় টাকায় কনভার্ট হয়েই আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। 
অনেকেই তো বলে টাকা তুলতে গেলে নাকি পেপাল, মাস্টারকার্ড ইত্যাদি থাকতে হবে

এক কথায় আমি বলব, না। ফ্রীল্যান্সিং যে টপ সাইট গুলো আছে সেখান থেকে আপনি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা তুলতে পারবেন। এমনকি টাকা আপনার অ্যাকাউন্টে ডলারে আসলেও আপনি ব্যাংকে ট্রান্সফার করার পর সেটি টাকায় কনভার্ট হয়ে যাবে। তাই পেমেন্ট নিয়ে ভয় পাওয়ার কোন কারন নেই। 

তবে কিছু সাইট রয়েছে যেখান থেকে টাকা তুলে গেলে একটি মাস্টারকার্ড প্রয়োজন হবে। তবে, মাস্টারকার্ড পাওয়া তেমন কঠিন কিছুই না। Payoneer থেকে আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রীতেই একটি মাস্টারকার্ড পেতে পারেন।

যাই হোক, ওডেস্ক/আপওয়ার্ক, ইল্যান্স, ফ্রীল্যান্সার ইত্যাদি টপ কোয়ালিটি ফ্রীল্যান্সিং সাইট থেকে আপনি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন, তাই পেমেন্ট নিয়ে এত চিন্তিত হওয়ার কিছুই নেই।
  

ফ্লিল্যান্সিং পেশায় পেশাজীবি হতে চাই।

১. সব সময় নিজেকে প্রফেশনাল ভাবতে শিখুন: আপনি মনে করবেন যে আপনি বেকার নন, শুধু অফিসে বসে কাজ করলেই তাকে পেশা/চাকুরি বলে না। আপনি সব সময় ভাবুন যে আপনি পেশাজীবি এবং আপনার একটি সম্মানজনক পেশা আছে। 

২. সব সোর্স থেকে উপদেশ গ্রহন করবেন না: আমরা প্রতিদিন যে কথাবার্তা শুনি বা বিভিন্ন পত্র পত্রিকায় কিংবা জনসভায় যা শুনি তার সবগুলো আপনি উপদেশ হিসেবে গ্রহন করবেন না। 

ভালো এবং খারাপের পার্থক্য নিশ্চিত করার পর ভালোটা গ্রহন করুন। অনেকে পত্র পত্রিকায় নিজেদের স্বার্থে অনেক কিছুই বলে/লিখে, তবে তার সব ক’টি পজেটিভ নয়। 

৩. পরিবার এবং বন্ধুদের থেকে সাহায্য নিন। 

৪. একটি সময় ঠিক করুন, কতদিন এই পেশায় থাকবেন: মিনিমাম ৩ অথবা ৫ বছর প্রাথমিক ভাবে নির্দিষ্ট করুন যে আপনি আগামী ৫ বছর ফ্রিল্যান্সিং করবেন। 

৫. সব অফার গ্রহন করবেন না: আপনি যখন ভালো পজিশনে থাকবেন তখন অনেক অফার পাবেন, তাই বলে সবগুলো গ্রহন করবেন না, কিছু অফার ছেড়ে দিন এবং বেছে যেকোন একটি ভালো সুযোগ গ্রহন করুন। কেননা ছোট এবং কম লাভজনক কাজে নিজেকে জড়িয়ে ফেললে পরে ভালো অফার পেলেও আপনি তা গ্রহন করতে পারবেন না বা সেই সুযোগ থাকবে না। 

৬. যে কাজটি পারেন তাই করুন: ফ্রিল্যান্সিং এ অনেক কাজ রয়েছে, আপনি যেটা ভালো পারেন সব সময় সেটাই করুন। বার বার কাজ পাল্টাবেন না, এতে আপনি ততটা দক্ষতা অর্জন করতে কোনদিন পারবেন না। যেকোন একটা কাজেরই অভিঙ্গতা অর্জন করুন।

Asad.

sultanasad23@gmail.com